চৈত্রের রেকর্ড গরমে চাতক পাখির দশা দক্ষিণবঙ্গে, নিরুদ্দেশে পাড়ি বৃষ্টির!

শুক্রবার দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। সন্ধ্যার দিকে হালকা হাওয়া বইতে পারে।

‘তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই’ – বৃষ্টিকে উদ্দেশ্য করে লেখা দক্ষিণবঙ্গবাসীর খোলা চিঠি এখন এটাই। লক্ষ্মীবারে রাজ্যের à§© জেলায় ৪০ ছাড়িয়েছে তাপমাত্রা। উইকেন্ডে তাপপ্রবাহের (Heatwave Alert in Weekend) পূর্বাভাস রয়েছে কলকাতা (Kolkata), দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। তার আগেই হাঁসফাঁস অবস্থা বাঙালির।

ওয়েদার মিটার (Weather Meter) বলছে, বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পানাগরের তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি, বীরভূম ৪০ ডিগ্রি এবং পুরুলিয়ার তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি। এই তিন জেলাতেই স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি উষ্ণতার পারদ। পিছিয়ে নেই কলকাতাও। দমদম তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি, সল্টলেকের পারদ চড়ছে ৩৬.২ ডিগ্রিতে, হাওড়া ৩৫.৫ এবং বৃহস্পতিবার আলিপুরের তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি। ঝাড়গ্রামে ৪২ ডিগ্রি পেরিয়ে গেছে। বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি, মুর্শিদাবাদে ৩৯.১° ডিগ্রি রেকর্ড করা গেছে। শুক্রবার দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। সন্ধ্যার দিকে হালকা হাওয়া বইতে পারে। শনি ও রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাপপ্রবাহ চললেও বিকেল- সন্ধ্যা নাগাদ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।