Monday, November 10, 2025

রায়গঞ্জে পৌঁছেই পদযাত্রা, জনসমুদ্রে ভাসলেন তৃণমূল সভানেত্রী

Date:

রায়গঞ্জে পৌঁছেই জনসমুদ্রে ভাসলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, সেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। শুক্রবার, জোড়া জনসভা থেকে সোজা রায়গঞ্জ পৌঁছন মমতা। সেখানেই জনসংযোগে রাজপথে নামে তিনি।

এদিন বিকেলে রায়গঞ্জের কর্ণজোড়ায় নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার। সেখান থেকে শহরের একটি বেসরকারি হোটেলে উপস্থিত হন। সাময়িক বিরতি নিয়েই বেরিয়ে পড়েন রাজপথে। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় পদযাত্রা। রায়গঞ্জ আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে পদযাত্রা করেন দলনেত্রী। প্রার্থী ছাড়াও পদযাত্রায় ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, সহ-সভাপতি অরিন্দম সরকার-সহ জেলার সমস্ত তৃণমূল বিধায়করা।

পথের দুধারে তখন উপচে পড়ছে ভিড়। চলতে চলতেই শুভেচ্ছা বিনিময় করেন মমতা। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে হাত মেলান। জননেত্রীকে দেখে এগিয়ে আসেন এক বৃদ্ধা। তাঁকে কাছে টেনে নেন ঘরের মেয়ে মমতা। শিশু এগিয়ে যায় মুখ্যমন্ত্রীদের দিকে। তাদের আদর করেন, কাছে টেনে ছবি তোলেন।

বিদ্রোহী মোড় এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয় পদযাত্রা। সেখানে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণ কল্যাণী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, আবহাওয়া খারাপের পূর্বাভাস থাকায় তিনি আগেই রায়গঞ্জ চলে এসেছেন। এই পদযাত্রার কোনও সূচিই ছিল না। কিন্তু তাও তৃণমূল সভানেত্রীকে দেখতে রাজপথে জনজোয়ার। জেলা নেতৃত্বের মতে, এই ভিড় বুঝিয়ে দিচ্ছে রায়গঞ্জের রায় কোন দিকে যাচ্ছে।




Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version