Friday, January 30, 2026

রেপো রেট অপরিবর্তিত, EMI নিয়ে স্বস্তির খবর শোনাতে ব্যর্থ RBI

Date:

Share post:

নতুন অর্থবর্ষ শুরু হতেই মনিটারি পলিসি কমিটি (RBI MPC Meet) বৈঠকে রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। ৩ তারিখ থেকে শুরু হওয়া দুদিনের বৈঠকে রেপোরেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেভাবে EMI -এর চাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের তাতে ভোটের আগে অন্তত ব্যাঙ্ক ঋণের সুদ কমানো হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সেই পথে হাটলো না দেশের শীর্ষ ব্যাংক। যদিও রেপো রেট পরিবর্তন হয়নি কিন্তু তাতে সাধারণ মানুষের খুব একটা সুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।

 

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das) জানিয়েছেন এই নিয়ে সাত বার অপরিবর্তিত রইলো রেপো রেট। ২০২২ সালে রেট লাগাতার বাড়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছিল। এর ফলে সাধারণ মানুষ গাড়ি বা বাড়ি কেনার জন্য যে ব্যাংক লোন নিতেন সেখানে সুদের হার ক্রমাগত উর্ধ্বমুখী হচ্ছিল। ২০২৩ সাল থেকে অবশ্য তাতে কিছুটা লাগাম টানা হয়েছে। মনিটারি পলিসি কমিটির তরফে পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর। অর্থাৎ ২০২৪ ২৫ অর্থবর্ষে ইএমআই এর হিসেবে খুব একটা বড় পরিবর্তন আসছে না। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া যে সুদের হারে দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলা হয়। এখানে যদি আরবিআই সুদের পরিবর্তন করে, সেক্ষেত্রে ব্যাংকগুলি ইএমআই- এর ক্ষেত্রে সেভাবেই পার্সেন্টেজ নির্ধারণ করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই নীতি মধ্যবিত্তের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শক্তিকান্ত দাস জানিয়েছেন, দেশের বৃদ্ধির হার সব পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে। এমনকী মুদ্রাস্ফীতির হারেও ব্যাপক স্বস্তি মিলেছে। সম্ভবত সে কারণেই রেট পরিবর্তন করে বাজারের ভারসাম্য বিঘ্নিত করতে চায় না আরবিআই। কিন্তু এরপরেও প্রশ্ন, আমজনতাকে স্বস্তি দিতে ব্যাংকের সুদের হার কি কমানো যেত না? নিরুত্তর রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

spot_img

Related articles

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...