সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali Case) গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan)। প্রথমে রাজ্য পুলিশ (West Bengal Police) তাঁকে গ্রেফতার করে এবং তারপর ইডির (ED ) হাতে গ্রেফতার হন তিনি। শুক্রবার ইডি হেফাজত থেকে স্বাস্থ্য পরীক্ষার (Medical Check up) জন্য তাঁকে জোকা ইএসআই হাসপাতালে (Joka ESI Hospital) নিয়ে যাওয়া হয়। তখনই বিজেপির চক্রান্ত নিয়ে সরব হন শাহজাহান। তাঁকে ‘ফাঁসানো হচ্ছে’ বলে এদিন বিজেপির দালালদের ফের নিশানা করেন তিনি।

সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের সামনে শাহজাহান বলেন, “সব দুর্নীতির নেপথ্যে বিজেপি রয়েছে। বাকি যা রটানো হচ্ছে সব মিথ্যে কথা। সব দালাল। বিজেপির দালাল।’’ গত বুধবার মেডিক্যাল পরীক্ষা সেরে ফেরার পথে শাহজাহানের মুখে শোনা গেছিল ‘ফাঁসানোর’ প্রসঙ্গ। আজ আবার সেই একই অভিযোগ করলেন তিনি।
