Monday, August 25, 2025

ক্রীড়াজগৎ-এ শোকের ছায়া, মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত এই মহিলা ক্রিকেটার

Date:

ফের ক্রীড়াজগৎ শোকের ছায়া। মাত্র ৩৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কাইয়া আরুয়া। পাপুয়া নিউ গিনির মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার ছিলেন তিনি। কীভাবে মৃত্যুর হয়েছে এই মহিলা ক্রিকেটারের তার এখনও সঠিক কারণ জানা যায়নি।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে আরুয়ার। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।এমনকি পাপুয়া নিউ গিনির প্রশাসনের পক্ষ থেকেও আরুয়ার মৃত্যু নিয়ে বিশেষ কিছু জানানো হয়নি। সূত্রের খবর, একাই থাকতেন আরুয়া। ক্রিকেটীয় ব্যস্ততার জন্য মেয়েকে পাঠিয়ে দিয়েছিলেন তাঁর মায়ের কাছে। খেলার জন্য মেয়ের পড়াশুনা ক্ষতিগ্রস্ত হোক, তা চাইতেন না আরুয়া।

পাপুয়া নিউ গিনির অন্যতম সেরা মহিলা ক্রিকেটার ছিলেন আরুয়া। ব্যাটের পাশাপাশি বলের হাতও খারাপ ছিল না ৩৩ বছরের আরুয়ার। টি-২০ ক্রিকেটে দেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি। আরুয়াই ছিলেন পাপুয়া নিউ গিনির মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক। দেশের হয়ে ৪৭টি ছোট ফর্ম্যাটের ম্যাচ খেলে নিয়েছেন ৫৯টি উইকেট। জাপানের বিরুদ্ধে একটি ম্যাচে ৪ ওভার বল করে ৫ রান দিয়ে নিয়েছিলেন ৭ উইকেট । যা তাঁর দেশের দ্বিতীয় সেরা বোলিং। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রয়েছে ৩৪১ রান। সর্বোচ্চ অপরাজিত ৪৩। ২০১০ সালে জাপানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আরুয়ার।

আরও পড়ুন- অনুশীলনে অনুপস্থিত বাগান কোচ, পাঞ্জাবের বিরুদ্ধে দল নিয়ে আশাবাদী বাগান অধিনায়ক

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version