আজ বালুরঘাট – রায়গঞ্জে জোড়া সভা মমতার

যাতে দুপুর দুটোর মধ্যে সকলেই সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারেন সেই কথা মাথায় রেখে বারোটার আগেই প্রথম সভা করবেন মমতা। 

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে জোড় কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ৩১ তারিখ থেকে উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পর শনিবার বালুরঘাট ও রায়গঞ্জে সভা করবেন মমতা। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে প্রথম সভা হবে সকাল ১১:৪৫ মিনিটে এবং দ্বিতীয়টি পৌনে ১টা নাগাদ। দলীয় প্রার্থী বিপ্লব মিত্র ও কৃষ্ণ কল্যাণীর সমর্থনে এই সভা। তীব্র দাবদাহ এড়াতে জনসভার সময়ে এগিয়ে আনা হয়েছে বলেই ঘাসফুল শিবিরের তরফে জানানো হয়েছে। যাতে দুপুর দুটোর মধ্যে সকলেই সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারেন সেই কথা মাথায় রেখে বারোটার আগেই প্রথম সভা করবেন মমতা।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সভাটি হবে বাঘইট মাঠ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রের সভাটি হবে হেমতাবাদের পুলিশ প্লেগ্রাউন্ডে। তৃণমূল সুপ্রিমোর জোড়া সভাকে কেন্দ্র করে তুমুল উৎসাহ তৈরি হয়েছে তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও। গত কয়েক দিন ধরে তপশিলি জাতি ও জনজাতিদের মধ্যে বিশেষ প্রচার অভিযান শুরু করেছে তৃণমূল। তৃণমূল নেত্রীর সভায় যাতে আদিবাসী এবং রাজবংশী সম্প্রদায়ের থেকে ভাল মাত্রার প্রতিনিধিত্ব থাকে, সে চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূল সূত্রে দাবি। তীব্র দাবদাহে সাধারণ মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না। প্রচণ্ড গরমে সভায় যাতে মানুষ আসতে পারেন এবং সভা শেষে বাড়ি ফিরতে পারেন তার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা রাখছে তৃণমূল নেতৃত্ব। জেলার প্রত্যেকটি অঞ্চল থেকে গাড়ি ছাড়বে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সকাল সকাল সভায় নিয়ে যাওয়া হবে, আবার দুপুরের মধ্যেই পৌঁছে দেওয়া হবে বাড়িতে।

Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleবাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ বৈঠকে বিশেষ পর্যবেক্ষক!