বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ বৈঠকে বিশেষ পর্যবেক্ষক!

পঞ্চায়েত নির্বাচনের অশান্তির কথা মাথায় রেখে বাংলার সব জেলায় স্পর্শকাতর বুথের তালিকা এবং হিংসার ঘটনার সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল কমিশন।

লোকসভা নির্বাচনে (Loksabha Election) বাংলার জন্য সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের কথা আগেই জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। ইতিমধ্যেই বাহিনীর জওয়ানরা বিভিন্ন এলাকায় রুটমার্চ করতে শুরু করেছেন। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ বৈঠকে বসছেন বিশেষ পর্যবেক্ষক অলোক সিন্‌হা (Alok Sinha)।

পঞ্চায়েত নির্বাচনের অশান্তির কথা মাথায় রেখে বাংলার সব জেলায় স্পর্শকাতর বুথের তালিকা এবং হিংসার ঘটনার সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল কমিশন। CEO দফতর সূত্রে খবর, কোথায় কত কেন্দ্রীয় বাহিনী কীভাবে মোতায়েন করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। বৈঠকে থাকবেন পুলিশ পর্যবেক্ষক অনিলকুমার শর্মা (Anil Kumar Sharma), রাজ্যের সিইও আরিজ আফতাব, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। বিকেল ৩টে নাগাদ এই বৈঠক শুরু হবে।

Previous articleআজ বালুরঘাট – রায়গঞ্জে জোড়া সভা মমতার
Next articleশনির সকালে তাপপ্রবাহ, স্বস্তির বৃষ্টি নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের!