Saturday, January 31, 2026

রাজভবনের ‘তুঘলকি’ সিদ্ধান্ত, অবিলম্বে গৌড়বঙ্গের উপাচার্যের অফিস সিল করার নির্দেশ

Date:

Share post:

এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gourbanga University) রেজিস্ট্রারকে (Registrar) চিঠি দিয়ে অপসারিত উপাচার্যের (vice Chancellor) চেম্বার অবিলম্বে বন্ধের নির্দেশ রাজভবনের (Rajbhawan)। শুক্রবার সন্ধ্যায় রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মেইল পাঠিয়ে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আর রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) এমন গাজোয়ারি পদক্ষেপে রাজ্য-রাজভবন সংঘাত কোন পর্যায়ে পৌছয় সেদিকে নজর থাকবে। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে রাজ্যপালের তুঘলকি আচরণের কড়া সমালোচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। পাশাপাশি তিনি সাফ জানান, রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূতভাবেই শিঙ্গাঙ্গনে গৈরিকিকরনের চেষ্টা করছেন। উনি যা যা অভিযোগ করছেন তা ভিত্তিহীন। ইতিমধ্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ তা নেওয়া হয়েছে। তবে আচার্যের এমন পদক্ষেপে শিক্ষাব্যবস্থায় চরম ক্ষতি হচ্ছে বলে মনে করিয়ে দেন শিক্ষামন্ত্রী।

এদিন রাজভবনের তরফে মেইল পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সাফ নির্দেশ দেওয়া হয়েছে কোনওমতেই যেন অপসারিত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া না হয় সেই বিষয়ে নজর রাখতে হবে। প্রয়োজনে পুলিশের সাহায্য নিয়ে অপসারিত উপাচার্য রজতকিশোর দে-কে আটকানোরও নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী উপাচার্য হিসাবে গত আগস্ট মাসে দায়িত্ব পান রজতকিশোর দে। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসই তাঁকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পদে আসীন করেন। কিন্তু আচমকা ভোটের মুখেই ন’ মাসের মাথায় সেই আচার্যই পদ থেকে রজতকিশোর দে-কে সরিয়ে দিলেন আচার্য।


এদিকে আচার্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যে প্রয়োজনীয় তাস সাজিয়ে রাখছে রাজ্য।সম্প্রতি, রজতকিশোর দে-কে উপাচার্য হিসাবেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় শিক্ষা দফতরের তরফে। আর তার মধ্যেই এবার জোর করে রাজ্যের সঙ্গে সংঘাতের চেষ্টা রাজ্যপাল বোসের।


spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...