Monday, August 25, 2025

২০২৪-এর লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রাক্কালে বাংলার বুকে অন্যতম মেগা রোড শো হতে চলেছে ৭ এপ্রিল। একসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবকে (Dev) দেখতে চলেছেন ঘাটালবাসী। রবিবাসরীয় দুপুরে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের গেট থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ঘাটালের ঘাসফুল প্রার্থী। সুপার সানডে-তে জনপ্লাবনের রেকর্ড তৈরি হবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস (TMC)।

কখনও উত্তর আবার কখনও দক্ষিণ, নিজের লোকসভা কেন্দ্রের বাইরে সমানে প্রচার ও সাংগঠনিক বৈঠক করে চলেছেন অভিষেক (Abhishek Banerjee)। অভিনেতা দেব (Dev) প্রার্থী ঘোষণার পর থেকেই পড়ে রয়েছেন নিজের সংসদীয় এলাকায়। অন্যদিকে সৌজন্য রাজনীতির অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন টলিউডের সুপারস্টার। হাইভোল্টেজ ঘাটাল লোকসভা কেন্দ্রে (Ghatal Constituency) ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে এক লক্ষের বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূলের প্রার্থী দেব। এবার সেখানে পদ্মের প্রার্থী হয়েছেন হিরন্ময় চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। শুরু থেকেই যিনি কুৎসার রাজনীতি করে চলেছেন। যদিও তাতে আমল দিতে নারাজ দীপক অধিকারী (Dev)। ঘাটালে এবার সবচেয়ে বড় ইস্যু ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। দীর্ঘকাল ধরে কেন্দ্রের কাছে দরবার করেও কোন সুরাহা হয়নি। শেষ পর্যন্ত কেন্দ্র টাকা না দিলে রাজ্যেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ করবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা এবং অভিষেকের আশ্বাসে ঘাটালবাসীর স্বপ্নপূরণে আত্মবিশ্বাসী দেব (দীপক অধিকারী)। এই পরিস্থিতিতে দেবের সমর্থনে রবিবার প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার যাত্রা হোক বা জনগর্জন সভা -তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকা মানেই জনসুনামির রেকর্ড। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত টানা দু’মাস যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছিলেন অভিষেক, তাতে জনসমর্থনের নয়া ইতিহাস তৈরি হয়েছে। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, অভিষেককে এক ঝলক দেখতে ভিড় জমান স্থানীয়রাও।এর সঙ্গে থাকবেন দেব। সব মিলিয়ে ভিড়ের নিরিখে ঘাটালের রাস্তা কলকাতার রাজপথে পরিণত হবে বলে মনে করছে জেলার নেতৃত্ব।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version