দেবের সমর্থনে রোড শো-এ অভিষেক, জনসুনামিতে ঘাটালের রাস্তা ‘কলকাতার রাজপথ’

রবিবাসরীয় হাই ভোল্টেজ প্রচারে ঝড় উঠল ঘাটালে। নির্দিষ্ট সময় সাড়ে তিনটের আগেই দলীয় প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী (Dipak Adhikari) ওরফে দেবের সমর্থনে ঘাটালে (Ghatal) রোড শো শুরু করে দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কারণ বিপুল জনসমাগম। সেই কারণে নির্ধারিত সময়ের আগেই রোড শো শুরু করেন অভিষেক। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া, শিউলি সাহা-সহ তৃণমূলের কয়েকজন নেতা-নেত্রী।

ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের গেট থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রাস্তা এদিন দুপুর থেকে কার্যত চলে যায় তৃণমূলের দখলে। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যায় স্থানীয় বাসিন্দা। অভিষেক-দেব জুটিকে দেখতে রাস্তার দুধারে শুধু নয়, দুপাশের বাড়ি ছাদে, বারান্দায় উৎসাহী মানুষের ভিড়। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানায় উপস্থিত জনতা। অভিষেক প্রত্যুত্তর দেন। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন তিনি। উদ্বেল হয়ে ওঠে জনতা। কার্যত জনসুনামির আকার নেয় ঘাটালের রাস্তা। জনজোয়ারে ভেসেই প্রায় ২ কিলোমিটার পথ ব়্যালি করেন অভিষেক-দেব। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

নিজের লোকসভা কেন্দ্রের বাইরেও সমানে প্রচার করছেন সঙ্গে চলছে সাংগঠনিক বৈঠক। উত্তরের সাংগঠনিক বৈঠক সেরে এখন দক্ষিণে অভিষেক। এরই মধ্যে এদিন দেবের সমর্থনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেই রোড-শো-এ জনজোয়ার হবে আগেই অনুমান করেছিল তৃণমূল। সেই অনুমানের থেকে বেশিই জনসমাগম হয়। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, অভিষেককে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও। সঙ্গে রয়েছেন দেব। সব মিলিয়ে ভিড়ের নিরিখে ঘাটালের রাস্তা কলকাতার রাজপথে পরিণত হয়েছে।

হাইভোল্টেজ ঘাটাল লোকসভা কেন্দ্রে  (Lok Sabha) ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে এক লক্ষের বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূলের প্রার্থী দেব। এবার দেবের বিরুদ্ধে আর এক অভিনেতা হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee) প্রার্থী করেছে বিজেপি। ঘাটালে জোরকদমে প্রচার চালাচ্ছেন দুই তারকা প্রার্থী। হিরণ প্রথম থেকেই দেবের বিরুদ্ধে নানারকম আক্রমণ করছেন। কিন্তু সেসবকে পাত্তা দিতে নারাজ তৃণমূল সাংসদ। প্রার্থী ঘোষণার পর থেকে ঘাটালের মাটি আঁকড়ে বসে আছেন তিনি। বর্তমান সাংসদ হলেও প্রচারে এতটুকু ঢিলেমি নেই তাঁর। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে শুনছেন তাঁদের সুখ-দুঃখের কথা। মিশে যাচ্ছেন সবার সঙ্গে। রাস্তার ধারের চায়ের দোকানে বসে চা খাচ্ছেন প্রায়ই।

ঘাটালে এবার সবচেয়ে বড় ইস্যু ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। দীর্ঘকাল ধরে কেন্দ্রের কাছে দরবার করেও কোন সুরাহা হয়নি। শেষ পর্যন্ত কেন্দ্র টাকা না দিলে রাজ্যেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ করবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, ভাই দেবের আবদার মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে এদিন দেবের সমর্থনে ঘাটালে নির্বাচনী প্রচারে অভিষেক। নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় জনসভা এবং একই সঙ্গে দলের সাংগঠনিক সভা নিয়ে তুমুল ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রোড শো-এর পরে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন- সেদিকেই তাকিয়ে সবাই।