Tuesday, August 26, 2025

টানা ২৯ ঘণ্টা ধরে লাগাতার অত্যাচার! কেরলের পড়ুয়া মৃত্যুতে SFI যোগ, চাপে বিজয়ন সরকার

Date:

সময় যত গড়াচ্ছে শিক্ষাঙ্গনে র‍্যাগিংয়ের (Ragging) মাত্রা বেড়েই চলেছে। লাগাতার চেষ্টা করলেও এই সমস্যার হাত থেকে মিলছে না মুক্তি। এবার কেরলে (Kerala) র‍্যাগিংয়ের বলি এক পড়ুয়া। অভিযোগ, টানা ২৯ ঘণ্টা র‍্যাগিংয়ের কারণে মৃত্যু হল এক ডাক্তারি পড়ুয়ার (Medical Student)। রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র ওয়েনাড়ের (Wayanad) মেডিক্যাল কলেজ লাগোয়া হস্টেলে থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত সিদ্ধার্থন জে এস পশু চিকিৎসা নিয়ে পড়াশোনা করছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি হস্টেলের বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ছাত্রের পরিবারের অভিযোগ, নৃশংস র‍্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে ছেলের। ঘটনায় বাম ছাত্র সংগঠন এসএফআই এবং অন্য সহপাঠীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারের। ইতিমধ্যে ছাত্রের ‘রহস্য মৃত্যু’র তদন্তভার সিবিআইকে দিয়েছে রাজ্য সরকার। তদন্তভার হাতে নিয়ে প্রাথমিকভাবে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই (CBI)।

ফেব্রুয়ারির থেকে এই মামলার তদন্ত চালাচ্ছিল কেরল পুলিশ। পুলিশ সূত্রে খবর, কলেজে সিনিয়র এবং সহপাঠীরা একটানা ২৯ ঘণ্টা অত্যাচার চালায় সিদ্ধার্থানের উপর। এরপরই চরম মানসিক যন্ত্রণায় হস্টেলের ঘরে ঢুকে আত্মহত্যা করেন তিনি। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে পুলিশ। রবিবার সেই ফাইল সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে বিজয়ন পুলিশ। সাব-ইন্সপেক্টর প্রশভ পি ভি বলেন, শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়েছে পড়ুয়ার উপরে। পুলিশ আরও জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১৭ ফেব্রুয়ারি রাত ২টো অবধি সিদ্ধার্থনের উপর চলে পাশবিক অত্যাচার। তবে শুধু অত্যাচার বললে ভুল হবে, হাত ও বেল্ট দিয়ে মারধর করা হয় পড়ুয়াকে। এর ঠিক ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে বারোটা থেকে ১টা ৪৫-এর মধ্যে হস্টেলের বাথরুমে গলায় ফাঁস আত্মহত্যা করেন পড়ুয়া।

তবে র‍্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর ঘটনায় এসএফআইইয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বড়সড় অস্বস্তিতে কেরলের বাম সরকার। এরপরই বিরোধীদের চাপে পড়ে সিবিআই তদন্তের ন্রদেশ দেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version