Wednesday, August 27, 2025

৪২ জয়ের লক্ষ্যে পুরুলিয়ার ৪০ ডিগ্রি চোখরাঙানিকে ডোন্ট কেয়ার মমতার!

Date:

আকাশ থেকে আগুন ঝরছে, কিন্তু বাংলার অগ্নিকন্যা সেসবের তোয়াক্কা করেন না। অপ্রতিরোধ্য মমতার দুরন্ত গতির কাছে প্রকৃতির চরম মেজাজ কোনও বাধাই নয়। তাই প্রবল তাপপ্রবাহকে (Heatwave) মাথায় নিয়েই রবিবার রাঢ়বঙ্গে জনসভা (Election Campaign in Purulia today) করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রবিবাসরীয় সূর্য যখন ঠিক মধ্যগগনে থাকবে তখনই সভামঞ্চ জুড়ে মমতা ঝড়ের সাক্ষী হতে চলেছে পুরুলিয়া। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। কাশিপুরের লধুড়কা চন্ডেশ্বর শিব মন্দিরের মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে। শনিবার প্রস্তুতি খতিয়ে দেখার সময় তিনি জানিয়েছিলেন লক্ষাধিক মানুষের সমাগম হবে। সেইমতো এদিন সকাল থেকে তাপপ্রবাহের তোয়াক্কা না করে সাধারণ মানুষের ভিড় বাড়ছে প্রচার সভায়। পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, “প্রায় ৫০ হাজার পানীয় জলের পাউচ থাকছে। থাকছে চারটে জলের ট্যাঙ্কার। সেই সঙ্গে পর্যাপ্ত ছোট জলের বোতল, ওআরএস ও দুটি অ্যাম্বুল্যান্স। তাপপ্রবাহকে মাথায় রেখে আমাদের এই পদক্ষেপ।” প্রখর দাবদাহের কথা মাথায় রেখে দর্শনের বেশিরভাগ অংশই ছাউনি দিয়ে ঢেকে ফেলা হয়েছে। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজ পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তাপমাত্রা সামান্য হলেও কমতে পারে। তবে আগে থেকেই প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবাসরীয় জনসভা থেকেই জঙ্গলমহলে সবুজ ঝড় তুলতে চায় ঘাসফুল শিবির (TMC)। অন্ডাল থেকে আকাশপথে তৃণমূল নেত্রী সভাস্থলে পৌঁছবেন।সোমবার বাঁকুড়ার রায়পুর সবুজ সংঘ মাঠে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা করবেন নেত্রী।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version