Friday, November 21, 2025

মোদির লোকসভা কেন্দ্র থেকে উদ্ধার নাড্ডার স্ত্রীর চুরি যাওয়া গাড়ি!

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের যোগী রাজ্যে উদ্ধার হল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) স্ত্রীর চুরি যাওয়া ফরচুনা গাড়ি। বারাণসীর যে এলাকা থেকে গাড়ি উদ্ধার হয়েছে সেটি আবার নরেন্দ্র মোদির (Narendra Modi) লোকসভা কেন্দ্র। সূত্রের খবর নাগাল্যান্ডে পাচার হওয়ার আগেই পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি নেতৃত্ব নিজের লোকসভা কেন্দ্রের দুষ্কৃতীদের দমন করতে পারে না, চুরি যাওয়া গাড়ির হদিশ মেলে প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা থেকে – সেই মোদি সরকারের গ্যারান্টি যে কতটা ভুয়ো তা সহজেই অনুমান করা যায়। ডবল ইঞ্জিন রাজ্যের আইনশৃঙ্খলা সামলাতে পারছে না বিজেপি, অথচ বাংলায় এসে মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বড় বড় বুলি আওড়ে যাচ্ছেন কেন্দ্রের শীর্ষ নেতারা।

পুলিশ সূত্রে খবর, নাড্ডার গাড়ি চুরি হওয়ার ঘটনায় শাহিদ এবং শিবাঙ্গ ত্রিপাঠী নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্তেরা দিল্লির বড়কলের বাসিন্দা। গত ১৯ মার্চ মল্লিকা নাড্ডার গাড়িটিকে সার্ভিস সেন্টারে দেওয়া হয়েছিল। অভিযুক্ত ২ যুবক গোবিন্দপুর এলাকার ওই সেন্টার থেকে গাড়ি চুরি করে পালিয়ে যান। বড়কলে নম্বরপ্লেট বদলানো হয়। তারপর গাড়িটিকে আলিগড়, লখিমপুর খেরি, বরেলী, সীতাপুর এবং লখনৌ হয়ে বারাণসীতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই নাগাল্যান্ডে পাচারের পরিকল্পনা চলছিল। চালকের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করে তদন্তে নামে দিল্লি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে নরেন্দ্র মোদির লোকসভা এলাকা থেকে উদ্ধার হল গাড়ি।

spot_img

Related articles

কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

এস আই আর সংক্রান্ত তথ্য ডিজিটাইজেশনের কাজে মারাত্মক গাফিলতি ধরা পড়ায় কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের সাত জন...

কলকাতা মেট্রোয় ফের বিপত্তি: আত্মহত্যার চেষ্টা নেতাজি ভবন স্টেশনে

ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের...

‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

পশ্চিমবঙ্গ সরকারের 'শিশুশ্রী' মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল শিশুর (Child) অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম...

বিশ্ব শিশু দিবসে নীল আলোয় সেজে উঠল কলকাতার একাধিক ঐতিহ্যবাহী ভবন-সৌধ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নীল আলোয় আলোকিত হয়ে উঠল কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী ভবন ও সৌধ। শহরের বিধানসভা...