Saturday, August 23, 2025

জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে(Election Campaign in Jalpaiguri) আসছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বঙ্গ সফর প্রধানমন্ত্রীর। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্তে একটানা সভা- প্রচার – বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনপ্রিয়তায় গলা শুকিয়ে গেছে গেরুয়া শিবিরের। এই অবস্থায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ধূপগুড়ি বিধানসভায় ময়নাতলি এলাকায় বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রচার করতে আসতে হচ্ছে মোদিকে। প্রায় দেড় লক্ষ জমায়েতের টার্গেট দেওয়া হয়েছে স্থানীয় জেলা নেতৃত্বকে। কিন্তু সকাল থেকে সভাস্থল এতটাই ফাঁকা যে আশঙ্কার চোরাস্রোত বইছে পদ্ম নেতাদের মনে। আদৌ আসন ভরবে তো?

সকালে এক্স হ্যান্ডেলে বাংলায় জনসভার কথা উল্লেখ করেন খোদ প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “আজ বিকেলে, আমি জলপাইগুড়ির মানুষদের মধ্যে থাকব একটি সমাবেশে ভাষণ দিতে। ওখানে বিজেপির প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে।” কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো রেকর্ড জমায়েত সম্ভব হবে না বলে আশঙ্কা বিজেপি নেতাদের। সদ্য টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়ি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, এর মধ্যেই রবিবার ঝড় বৃষ্টির পূর্বাভাসে আতঙ্কিত জেলার মানুষ। তাই প্রধানমন্ত্রীর জনসভায় কত মানুষ আসবেন সেটা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে থাকার পর আজ পুরুলিয়াতে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহার থেকে জলপাইগুড়ি- যেভাবে তৃণমূলের সভায় মানুষের ভিড় উপচে পড়েছে তা দেখে পায়ের তলার মাটি সরে গেছে বিজেপির। সেই কারণেই আগেভাগেই প্রাকৃতিক দুর্যোগের বাহানা দিয়ে রাখতে চাইছেন পদ্ম নেতারা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Related articles

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...
Exit mobile version