রামলীলার পর ঝাড়খণ্ড, মোদি সরকারের তুঘলকি কাণ্ডের প্রতিবাদ সমাবেশে আমন্ত্রণ মমতাকে

দিল্লির (Delhi) রামলীলা ময়দানের পরে এবার ঝাড়খণ্ডে (Jharkhand )বিজেপি-বিরোধী সমাবেশে ডাক পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, জমি কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র (Enforcement Directorate) হাতে ধৃত ঝাড়খণ্ডের (Jharkhand ) প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) স্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) নেত্রী কল্পনার সঙ্গে মমতার কথা হয়েছে। আগামী ২১ এপ্রিল ঝাড়খণ্ডে ‘উলুগুলান মহা র‌্যালি’ নামক ওই সমাবেশের জন্য কল্পনাই আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে। তবে তৃণমূল সূত্রে খবর, এই মুহূর্তে বাংলায় নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন মমতা। সেকারণেই মমতা নিজে না পারলেও তৃণমূলের তরফে প্রতিনিধি পাঠানো হবে সমাবেশে।


সূত্রের খবর, আগামী ২১ তারিখ রাঁচির প্রভাত তারা মাঠে ‌জেএমএম-এর আয়োজিত ওই সমাবেশ থেকে হেমন্তের গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র রক্ষার ডাক দেওয়া হবে। তৃণমূল সূত্রের খবর, এর মধ্যে আর এক প্রতিবেশী রাজ্য অসমে গিয়ে দু’টি নির্বাচনী সমাবেশ করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি তথা মোদি সরকারকে দেশ থেকে উতখাতের আসল কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণেই মমতাকে সামনে রেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর এবার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্ৰেফতারির প্রতিবাদে ভোটের মুখেই বিজেপিকে পাল্টা চাপে ফেলতে তোড়জোর শুরু বিরোধীদের।

 

Previous articleচিন্তা বাড়াচ্ছে আবহাওয়া! আজ বাঁকুড়ার রাইপুরে নির্বাচনী সভা মমতার
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ