Thursday, August 21, 2025

‘এনআরসি-তে মুসলিমরা অত্যাচারিত জ্বলবে ঠাকুরবাড়ি’, শান্তনুকে হুমকি চিঠি! ‘মিথ্যা’ দাবি মমতাবালার

Date:

এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে জঙ্গি গোষ্ঠীর হুমকি চিঠি। অভিযোগ, জঙ্গি গোষ্ঠীর লস্কর-ই-তইবা হুমকি দিয়ে একটি উড়ো চিঠি পাঠিয়েছে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরকে! সোমবার দুপুরে শান্তনুর নামে স্পিড পোস্টে আসা ওই চিঠি আসে। বাংলা টাইপরাইটারে লেখা চিঠির প্রতি ছত্রে এনআরসি নিয়ে হুমকি। বাংলায় লেখা ওই চিঠিতে শান্তনুকে হুমকি দিয়ে বলা হয়েছে, “পশ্চিমবাংলায় এনআরসি হলে এবং তার ফলে মুসলমানদের উপর অত্যাচার হলে পশ্চিমবাংলা তথা সমগ্র ভারত জ্বলবে, আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। কেউ ঠাকুরবাড়ি বাঁচাতে পারবে না।” নিচে লেখা – ”আমরা লস্কর-ই-তইবার সদস্য।”

শান্তনু ঠাকুর নিজেই এই চিঠি প্রকাশ্যে আনেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, দেগঙ্গা থেকে চিঠিটি এসেছে। এবং চিঠির প্রেরক জনৈক নজরুল ইসলাম মাহের আলি, ফাজের আলি। শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই চিঠির বিষয়টি জানিয়ে বিচার চাইবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, ঠাকুর বাড়ির আরেক সদস্য তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের দাবি, এই চিঠি শান্তনু নিজের লোকেদের দিয়ে বানিয়েছেন। তাঁর যুক্তি, বনগাঁয় শান্তনু ঠাকুর ও বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সেটা বুঝতে পেরেই শান্তনু ঠাকুর সহানুভূতি পেতে চাইছেন এইসব ভুয়ো চিঠি দেখিয়ে। কেউ যদি হুমকি দেবে, তাহলে সিএএ লাগু হওয়ার পর পরই দিতে পারতো। এতদিন পরে কেন দেবে? প্রশ্ন মমতাবালার।




 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version