Thursday, August 21, 2025

NIA-র ক্ষমতা অপপ্রয়োগ: দিল্লিতে কমিশন দফতরে তৃণমূলের ১০ প্রতিনিধি

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সির ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ নিয়ে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission of India) সদর দফতরে দেখা করলেন তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল। এই নিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর এককভাবে দ্বিতীয়বার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার দাবি জানিয়ে দিল্লিতে কমিশনের দ্বারস্থ হতে হল রাজ্যের শাসকদলকে। পরপর দুবার কেন্দ্রীয় এজেন্সির পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ জানানোর পরও কমিশন কোনও পদক্ষেপ না নেওয়ায় এবার ১০ সদস্যের প্রতিনিধিদলকে দিল্লিতে কমিশনের দফতরে যেতে হল।

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA) আচরণ করেছে তা পক্ষপাতদুষ্ট। বিজেপির জমিদারি আচরণের পরিচয় যেভাবে এনআইএ-র পদক্ষেপে প্রকাশ পেয়েছে, দিল্লিতে কমিশনের দফতরে সেই তথ্য তুলে ধরেন তৃণমূল প্রতিনিধিরা। তুলে ধরা হয় জীতেন্দ্র তেওয়ারির (Jitendra Tewary) সঙ্গে এনআইএ আধিকারিকের যোগসাজসের উদাহরণ। সেই সঙ্গে যখন নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে তখন সমান মাঠে খেলার (level playing field) ব্যবস্থা করা হোক। যাতে কেন্দ্রীয় এজেন্সি নির্বাচন প্রক্রিয়ার সময় নিরপেক্ষ আচরণ করে, তার জন্য অবিলম্বে চার কেন্দ্রীয় এজেন্সির সর্বোচ্চ আধিকারিকদের বদলের আবেদন করা হয়েছে।

এর পাশাপাশি তৃণমূল প্রতিনিধিদলের পক্ষ থেকে একটি মানবিক আবেদন করা হয় টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়ির (Jalpaiguri) মানুষের জন্য। নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয় যেন তাঁরা রাজ্যের প্রশাসনকে ঝড়ে ঘরছাড়া সাধারণ মানুষের জন্য বাড়ি তৈরির অনুমতি দেন।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...