Saturday, August 23, 2025

হাতে মাত্র দশ দিন, তারপরই লোকসভা ভোট শুরু (Loksabha Election 2024)। ১৯ এপ্রিল দেশজুড়ে ১০২ টি আসনে প্রথম দফার ভোট হবে। এর মধ্যে বাংলার (Election in WB) তিন জেলা অর্থাৎ কোচবিহার (Coochbehar), জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ারে (Aliporeduar) ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার উত্তরের এই তিন জেলায় স্পেশাল পুলিশ পর্যবেক্ষক পরিদর্শনে যাবেন। এর মাঝেই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। ভোটার কার্ড (Voter Card) না থাকলেও ভোটদানে কোন সমস্যা হবে না বলে কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

বৈশাখের শুরুতেই লোকসভা নির্বাচন। বাংলায় এই সময় কালবৈশাখী সহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকে। দিন কয়েক আগেই জলপাইগুড়িতে যে মিনি টর্নেডো হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার। মাথার উপরের ছাদটুকু হারিয়ে সহায় সম্বলহীন তাঁরা। বাড়িঘর গুঁড়িয়ে গিয়েছে, খোয়া গেছে গুরুত্বপূর্ণ নথি। ঝড়ের দাপটে ঘরের কোন জিনিস যে কোথায় গিয়ে পড়েছে, খোঁজ পাওয়া দুষ্কর। কিন্তু এর জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে তাঁরা যাতে বিরত থাকতে বাধ্য না হন, সেই কথা মাথায় রেখে এবার ভোটার কার্ডের বিকল্প চালু করল কমিশন। জানানো হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড-সহ ১০টি পরিচয়পত্রের মধ্যে একটিও না থাকলে বিএলও বা ব্লক লেভেল অফিসারদের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন ভোটাররা। যে কোনও বিপর্যয়ের ক্ষেত্রে এ ধরনের নিয়মের শিথিলতা থাকতেই পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জলপাইগুড়ির দুর্যোগের প্রেক্ষিতে বিষয়টি নতুন করে কার্যকরী হতে চলেছে।


 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version