Monday, May 19, 2025

পাঞ্জাবের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য কুয়াদ্রাতের

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি । প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। শেষ দু’ম্যাচ জিতে প্লে-অফের আশা বাচিঁয়ে রেখেছে কার্লোস কুয়াদ্রাতের দল। আগামিকাল শেষ ম্যাচ এই ম্যাচ জিতে লিগ শেষ করাই নয়, প্লে-অফের লড়াইয়ে থাকতে মরিয়া লাল-হলুদ। যদিও এর জন্য তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। যদিও এই নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। বরং ম্যাচ জিতে শেষ করতে চান তিনি। এদিকে এই ম্যাচে গ্যালারিতে থাকবেন না একজন সমর্থকও। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে ইস্টবেঙ্গলকে।

এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “ ফাঁকা গ্যালারির সামনে খেলা বেশ কঠিন। এবার আমরা যতগুলো অ্যাওয়ে ম্যাচ খেলেছি, আমাদের সঙ্গে ছিলেন সমর্থকরা। এই ম্যাচে যেহেতু আমরা কঠিন চ্যালেঞ্জ নিয়ে নামছি, তাই দলের ফুটবলাররা যথেষ্ট উজ্জীবিত হয়ে মাঠে নামবে। গোটা ম্যাচেই ওরা উজ্জীবিত হয়ে থাকবে।“ এরপর তিনি আরও বলেন, “ বুধবার যে মাঠে খেলা, সেখানে এখনও নামতে পারিনি। তবে পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে আমরা যথেষ্ট ইতিবাচক। তিন পয়েন্টের জন্য আমরা নামব। ছেলেরা উজ্জীবিত হয়ে খেলছে। ওরা প্লে-অফে খেলার জন্য মুখিয়ে রয়েছে।“

এদিকে পাঞ্জাবের বিরুদ্ধে গোলকিপার প্রভসুখন গিল ও মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীকে পাবে না ইস্টবেঙ্গল।এই নিয়ে লাল-হলুদের হেডস্যর বলেন, “গিল, সৌভিক গোটা মরশুমেই ভাল পারফরম্যান্স করেছে। তাই ওদের অভাব অনুভব করব। তবে ওদের জায়গায় যারা খেলবে, তারা নিশ্চয়ই নিজেদের সেরাটা তুলে ধরবে। আমাদের আরেকজন গোলকিপারের কাছে বড় সুযোগ। যেই খেলুক, সে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে।”

আরও পড়ুন- ২০২২ সালেই রুতুরাজকে নেতৃত্বের কথা জানিয়েছিলেন ধোনি, জানালেন সিএসকে অধিনায়ক

spot_img

Related articles

বিজেপির গুজরাতে মন্ত্রীর ছেলের দুর্নীতির নয়া কীর্তি! একশো দিনের বরাদ্দ টাকা চুরি করে জেলে

একশো দিনের কাজে বাংলা এক নম্বর। তারপরও কুৎসা আর অপপ্রচার চালিয়ে বাংলার বরাদ্দ ও শ্রমিকদের প্রাপ্য বকেয়া বন্ধ...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...