ওএমআর শিটের তথ্য না পেলে ২০১৪ টেট বাতিল করে দেব! সিবিআইকে ভর্ৎসনা হাইকোর্টের

২০১৪ সালের টেটের হারিয়ে যাওয়া যাবতীয় নথি খুঁজে বের করতে হবে সিবিআইকে। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি বলেন, ডিজিটাল তথ্য মুছে ফেলা হলেও সেটা ফেরত পাওয়া যায়। পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার পরও ডিজিটাল তথ্য পাওয়া যাবে। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে যাবতীয় তথ্য খুঁজে বের করতে হবে। সিবিআই যদি সেই তথ্য খুঁজে বের করতে না পারে, তাহলে হাইকোর্ট ২০১৪ সালের প্রাথমিক টেটের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন বিচারপতি। অর্থাৎ বাতিল হয়ে যাবে প্রায় ৫৯,৫০০ চাকরি।

উল্লেখ্য, বিচারপতি পদে থাকাকালীন প্রাথমিকের ওএমআর শিট মামলাগুলি শুনেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ইস্তফা দেওয়ার পর এই সংক্রান্ত মামলাগুলি বিচারপতি মান্থার এজলাসে যায়। মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলাতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি মান্থা।

আরও পড়ুন- বৃহস্পতিবার বাগানের সামনে বিএফসি, সুনীলদের বিরুদ্ধেও নেই সাহাল

Previous articleবৃহস্পতিবার বাগানের সামনে বিএফসি, সুনীলদের বিরুদ্ধেও নেই সাহাল
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ