Friday, December 19, 2025

প্রচারে বেরিয়ে মহিলাদের ‘পিঠে হাত’, মুখে ‘চুমু’! বাংলার বিজেপি প্রার্থীর ছবি ভাইরাল!

Date:

Share post:

ফের বিতর্কে মালদা উত্তরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু। এবার প্রচারে বেরিয়ে প্রাপ্ত বয়স্ক মহিলাদের পিঠে হাত দেওয়া ও মুখে চুম্বন করে নতুন বিতর্কের জন্ম দিলেন বিজেপি প্রার্থী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরেল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করেছেন।

তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে যে প্রচারে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে চুমু খেয়েছেন মালদার উত্তরের বিজেপি প্রার্থী। অন্য এক মহিলার পিঠে খারাপভাবে হাত স্পর্শ করা হয়েছে বলে অভিযোগ।

আজ, মঙ্গলবার তৃণমূলের তরফে একাধিক ছবি পোস্ট করে দাবি করা হয়। লেখা হয়, “আপনি যেটা দেখেছেন, সেটা যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে আমরা ব্যাপারটা স্পষ্ট করে দিই। হ্যাঁ, ইনি বিজেপির সাংসদ এবং মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু। যিনি প্রচারের মধ্যে একজন মহিলাকে চুম্বন করছেন। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করা সাংসদ থেকে বাঙালি মহিলাদের নিয়ে অশ্লীল গান তৈরি করা নেতা – বিজেপি শিবিরে মহিলা-বিরোধী রাজনীতিবিদের অভাব নেই। এভাবেই নারীর সম্মানের ক্ষেত্রে নিয়োজিত থাকে মোদির পরিবার।”

তৃণমূলের আরও অভিযোগ, “নারীদের অসম্মান তত্ত্বের পক্ষে বিজেপি। ব্রিজভূষণ সিংকে সমর্থন করেন নারেন্দ্র মোদি। যে ব্রিজভূষণ আমাদের কুস্তিগিরদের যৌন হেনস্থা করেছেন। মণিপুরের মহিলাদের নগ্ন হয়ে হাঁটাতে দিয়েছিলেন মোদি। ধর্ষককে নিযুক্ত করার জন্য বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যকে ছাড়পত্র দিয়েছিলেন মোদি। মহিলা সাংসদকে লাথি মারার ছাড়পত্র দিয়েছিলেন নিজের মন্ত্রী শান্তনু ঠাকুরকে। মোদির গ্যারান্টি হল আদতে নারীর অপমান।”

আরও পড়ুন- রাজ্যের মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বৃদ্ধির আবেদন, কেন্দ্রকে চিঠি নবান্নের  

 

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...