স্কুলে বোমার হুমকি ‘ভুয়ো’, বিবৃতি প্রকাশ করল কলকাতা পুলিশ 

মহানগরীর (Kolkata) ২০০টি স্কুলে বোমা মেরে স্কুল (School) উড়িয়ে দেওয়ার জঙ্গি হুমকি আসলে ‘ ভুয়ো’, এটা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। সোমবার সারাদিন ধরে খোঁজ খবরের পর মঙ্গলবার বিবৃতি প্রকাশ করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, ‘doll’-এর তরফ রবিবার রাত ১২ টা ২৪ নাগাদ স্কুলগুলিতে (School) ইমেল করে হুমকি দেওয়া হয়, ক্লাসরুমে টাইমার লাগানো বোমা (bomb) রাখা হয়েছে। সকালের যখন স্কুলে পড়ুয়ারা থাকবে, তখনই বিস্ফোরণ করানো হবে। এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়ায় মহানগরীতে। এরপর মঙ্গলবার কলকাতা পুলিশের (Kolkata Police)তরফে জানানো হয় যে মেইল এসেছিল সেগুলো আদতে ভুয়ো। বোমাতঙ্কের কোনও বিষয় এর মধ্যে নেই। তাই ভয় পাবেন না এবং সমাজ মাধ্যমে গুজব ছড়াবেন না।

শুধুমাত্র কলকাতাই নয় তার পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন স্কুলেও বোম রাখার ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। পুলিশ দ্রুত তদন্তে নামে। এরপর মঙ্গলবার সকালে কলকাতা পুলিশের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো হুমকি-মেল কে বা কারা পাঠাল, তার তদন্ত শুরু হয়েছে। একটি অভিযোগও দায়ের করা হয়েছে। লালবাজারে তরফে বলা হয়েছে যে, ‘এই ধরনের বার্তা খুবই অস্বস্তিকর। কিন্তু পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে চিন্তা বা উদ্বেগের কোনও কারণ নেই। সকলকে অনুরোধ, দয়া করে গুজব ছড়াবেন না কিংবা ভয় পাবেন না। যে কোনও প্রয়োজনে স্কুলগুলির পাশেই আছে কলকাতা পুলিশ।’