Thursday, August 28, 2025

বালুরঘাটের নিখোঁজ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেহ উদ্ধার হল মালদহের গাজোল থেকে। প্রায় ২৪ ঘণ্টা তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে গাজোলের রেললাইনের ধার থেকে তিনটি টুকরো অবস্থায় উদ্ধার হল দেবজিৎ রুদ্রর দেহ। পরিবারের পক্ষ থেকে কোনও আত্মহত্যার সন্দেহ উড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনায় রেলস্টেশন, বালুরঘাট শহর সহ সব সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

বালুরঘাট শহরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন দেবজিৎ রুদ্র। পরবর্তী কালে শারীরিক কারণে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ান। সোমবার তাঁর নিখোঁজ হওয়ার খবর থানায় জানায় তাঁর পরিবার। এরপর মঙ্গলবার সকালে গাজোলে রেললাইনের ধারে তাঁর দেহ উদ্ধার হয়। দেহের পাশে পড়ে থাকা পরিচয়পত্র দেখে তাঁকে সনাক্ত করে মালদার পুলিশ। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় বালুরঘাটে।

তৃণমূল নেতা নিখোঁজ হওয়ার পরে পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়েছিল। থানার নজরদারিতে সোমবার রাত তিনটে নাগাদ তাঁকে বাড়ি থেকে বেরোতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। বালুরঘাট স্টেশনের সিসিটিভি-তেও তিনি ধরা পড়েন। যদিও তাঁর ভাইয়ের দাবি, পারিবারিক অশান্তি ছিল না। এমন কোনও মানসিক চাপেও তিনি ছিলেন না যে আত্মহত্যা করবেন। এর আগে রাজনৈতিক বা পারিবারিক অনেক বেশি মানসিক চাপের মধ্যে দিয়ে তিনি কাটিয়েছেন। কিন্তু বর্তমানে এধরনের সিদ্ধান্ত নেওয়ার মত পরিস্থিতি তাঁর ছিল না।

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version