বরানগর উপনির্বাচনে চেনা মুখেই ভরসা সিপিএমের, বারাসাত লোকসভায় প্রার্থী বদল বামেদের

লোকসভা ভোটে জোট জটে জেরবার বামেরা।আইএসএফের সঙ্গে আগেই ভেস্তে গিয়েছে আসন সমঝোতা। কংগ্রেসের সঙ্গেও বেশকিছু আসনে বোঝাপড়ায় পৌঁছতে পারেনি বামেরা। আবার কোথাও শরিকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে শরিকরা।

সেই আবহে দাঁড়িয়ে বুধবার ফের লোকসভার একটি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বাম সমর্থিত আরএসপি প্রার্থী হলেন সমরেন্দ্রনাথ মণ্ডল। অন্যদিকে, বারাসতে প্রার্থী বদল করল বামেরা। প্রবীর ঘোষের জায়গায় বামেরা এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী করল সঞ্জীব চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুন- ভূপতিনগর ইস্যুতে শাহের হুঁশিয়ারি, উলটে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে

পাশাপাশি বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থীও ঘোষণা করল বামফ্রন্ট। ওই কেন্দ্রে সিপিএমের প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। এর আগে ২০১৬ সালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন তিনি। কিন্তু ২০২১ সালে ওই কেন্দ্রে সিপিএম তাঁকে প্রার্থী করলেও জিততে পারেননি। এবার তাঁকে বরানগর উপনির্বাচনে প্রার্থী করা হল। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষ ও তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হবে তন্ময়বাবুকে।

 

Previous articleভূপতিনগর ইস্যুতে শাহের হুঁশিয়ারি, উলটে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে
Next articleমধ্যপ্রদেশে বিজেপির কোন্দল, মোহনযাদবের মঞ্চে গেরুয়া নেতাদের দলাদলি