Thursday, August 28, 2025

সন্দেশখালিতে CBI-এর সিট, নতুন ইমেইল আইডিতে অভিযোগ নেবে কেন্দ্রীয় সংস্থা

Date:

জমি দখল থেকে মহিলাদের উপর অত্যাচার, এবার সন্দেশখালিতে সিবিআই- এর SIT গঠনের নির্দেশ দিল আদালত (Calcutta High Court)। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeshkhali, North 24 Parganas) নিয়ে পাঁচটি জনস্বার্থ মামলা হয়েছিল। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের এজলাসে সব মামলার শুনানি একত্রে হয়। এদিন সিবিআই (CBI)তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত। কেন্দ্রীয় সংস্থাকে নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালির মানুষের অভিযোগ গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেশখালির স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেইসব রাস্তায় সিসি ক্যামেরা, LED লাইট বসাতে বলেছে আদালত। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে সেই সংক্রান্ত খরচ বহন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা আদালত (HC)জানিয়েছে এবার সিবিআই- এর সিট নতুন ইমেইল আইডিতে যে অভিযোগ নেবে সেখানে অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে হবে যাতে পরবর্তীতে তাঁর উপর আক্রমণের কোনও আশঙ্কা না থাকে। পাশাপাশি পোর্টাল আর মেইল আইডি সর্বত্র প্রচারের দায়িত্ব নিতে হবে জেলাশাসককে। এলাকায় সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র মারফতও জানাতে হবে আইডিটি। গোটা তদন্তই চলবে কোর্টের নজরদারিতে। ২ মে মামলার পরবর্তী শুনানিতে তদন্তের রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূল কংগ্রেসের তরফে জয়প্রকাশ মজুমদার বলেন, সিবিআই দেওয়া মানে তদন্ত বিশ বাঁও জলে চলে গেল। এখনও পর্যন্ত ED,CBI-এর সাকসেস রেট দেখলেই বোঝা যায় এই তদন্তের কী গতি হতে চলেছে।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version