লোকসভা ভোটের (Loksabha Election) মুখে উত্তরাখণ্ডবাসীদের (Uttarakhand) জন্য বড় ঘোষণা নির্বাচন কমিশনের (Election Commission of India)। কমিশন সাফ জানিয়েছে, ভোট দেওয়ার পর যে কোনও হোটেল বা রেস্তরাঁয় (Restaurant) খেতে গেলে খাবারের বিলে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের জন্য এই ছাড় পাওয়া যাবে। এখনও পর্যন্ত এই একটি মাত্র রাজ্যেই ভোটারদের জন্য এই বিশেষ উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে, উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সঙ্গে মৌ স্বাক্ষরও সম্পন্ন হয়েছে বলে খবর। উত্তরাখণ্ডের অধিকাংশ ভোটারের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ বৃদ্ধি করতেই এই বিশেষ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
১৯ এপ্রিল নির্বাচন রয়েছে উত্তরাখণ্ডে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯ এপ্রিল ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে কোনও ভোটার যদি হোটেল বা রেস্তরাঁয় খেতে যান, সেক্ষেত্রে খাবারের বিলে তিনি ২০ শতাংশ ছাড় পাবেন। তবে শুধু ১৯ তারিখই নয়, ২০ এপ্রিলও এই পরিষেবা উপভোগ করতে পারবেন ভোটারেরা। কিন্তু তার পর আর ভোট দেওয়ার জন্য খাবারের বিলে এই বাড়তি ছাড় পাবেন না ভোটারেরা। উত্তরাখণ্ডের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ সংগঠনের সভাপতি এই প্রসঙ্গে জানান, খাবারের বিলে ছাড় দেওয়ার আগে আঙুলে কালির ছাপ আগে খতিয়ে দেখা হয়েছে। তা নাহলে মিলবে না ছাড়।