Sunday, November 16, 2025

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লড়াইয়ে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) যতই পিছিয়ে থাকুক, কিং কোহলি (Virat Kohli) অপ্রতিরোধ্য। হাফ সেঞ্চুরি আর সেঞ্চুরির নজির গড়ে এই সিজনে কমলা টুপির মালিকানা নিয়ে নিয়েছেন তিনি। দুর্দান্ত ফর্মে ব্যাট করছেন বিরাট। এই আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) কোহলিকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই (BCCI)। কিছুদিন আগে মনে করা হচ্ছিল হয়তো এবারের কুড়ি কুড়ি বিশ্বযুদ্ধে তাঁকে ছাড়াই ভারতীয় টিম গঠনের পথে হাঁটতে চলেছেন নির্বাচকরা। তবে অজিত আগরকরের মন্তব্যে মিলল ভিন্ন ইঙ্গিত।

গত বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভাল ফর্মে ছিলেন বিরাট কোহলি। এরপর ব্যক্তিগত কারণে তিনি ইংল্যান্ড সিরিজ থেকে সরে যান। কাম ব্যাক করেছেন আইপিএলে। দলীয় পারফরমেন্স মনের মতো না হলেও বিরাট ফ্যানেরা খুশি তাঁদের প্রিয় তারকার পারফরম্যান্স নিয়ে। কোহলির খেলা দেখে মুগ্ধ নির্বাচকরাও। IPL প্রতিযোগিতার প্রথম শতরান এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে। এখনও পর্যন্ত আইপিএলে সব থেকে বেশি ৩১৬ রান করেছেন তিনিই। এই পরিস্থিতিতে কোহলিকে বাদ দিয়ে আর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের কথা ভাবছেন না বিসিসিআই কর্তারাও। বিরাট lকে দলে রাখার ইঙ্গিত পাওয়া গিয়েছে প্রধান নির্বাচকের কথায়। তাঁর প্রশংসা করে আগরকর বলেছেন, ‘‘কোহলিকে দেখুন। ও এমন এক জন ক্রিকেটার, যে নির্দিষ্ট মান তৈরি করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও এখন ক্রিকেটারদের ফিটনেসের উপর বিশেষ গুরুত্ব দেয়। ১৫ বছরের ক্রিকেটজীবনে সব সময় কোহলি নিজেকে ফিট রেখেছে। তার ফলাফল আমরা সবাই দেখছি। কোহলি উদাহরণ তৈরি করেছে।” এই সব দেখে শুনে ক্রীড়ামহলের ধারণা ২০-২০ বিশ্বযুদ্ধে সামিল হতে আমেরিকা আর ওয়েস্টইন্ডিজ গামী বিমানে উঠতে আর বেশি দেরি নেই কিং কোহলির।

 

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version