অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম! বিতর্কে পুলিশকর্মী

পুলিশকর্মীর এই আচরণে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ জানিয়েছেন শীর্ষ নেতৃত্বের কাছে। যদিও পুলিশ কর্মীর দাবি তিনি অন ডিউটি ছিলেন না

বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী প্রচার চলাকালীন এক পুলিশকর্মী তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে বিতর্কে জড়ালেন। নির্বাচনী প্রচারের সেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। সৌজন্য জানাতে সরকারি আধিকারিকের রাজনৈতিক নেতার এই আচরণে স্বাভাবিকভাবে সমালোচনায় সরব রাজনৈতিক মহল।

৩ এপ্রিল তমলুকের জেলখানা মোড়ের কাছে নির্বাচনী প্রচার করছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় তমলুক পুলিশের টেলিকম থানার আধিকারিক অবধেশ সিংয়ের বাড়িতে যান। বিজেপি প্রার্থী তাঁর বাড়ি থেকে বেরোলে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন পুলিশ কর্মী অবধেশ সিং।

পুলিশকর্মীর এই আচরণে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ জানিয়েছেন শীর্ষ নেতৃত্বের কাছে। যদিও পুলিশ কর্মীর দাবি তিনি অন ডিউটি ছিলেন না। পরিবারের সকলে বিজেপি প্রার্থীকে প্রণাম করায় তিনিও করেছিলেন।