সন্দেশখালিতে (Sandeshkhali ) ৩ এফআইআর! উত্তর ২৪ পরগনার এই এলাকায় নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে। মামলা গড়িয়েছে আদালতে। সিবিআই-এর সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবারের এই নির্দেশ পাওয়ার পরই বৃহস্পতিবার তিনটি আলাদা মামলায় এফআইআর করে তদন্ত শুরু করল কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর ধর্ষণ, নারী নির্যাতন এবং জমি জবর দখল এই তিনটি মামলায় আলাদা আলাদা FIR করেছে সিবিআই।