Thursday, August 21, 2025

ছোলা-গুড় খেয়ে ভোট বাজারে গরম কথা দিলীপের! কীর্তি বললেন, “পাগলে কী না খায়…!”

Date:

গত কয়েক বছরে ভোটের সময় গরম গরম কথা বলে বাজার মাত করতেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁর সেই “চড়াম চরাম ঢাক” হোক কিংবা “নকুলদানা”, “গুড়-বাতাস” তত্ত্ব আজও বাংলার ভোটে চর্চার অন্যতম উপকরণ। বর্তমানে অনুব্রত মণ্ডল তিহার জেলেবন্দি। তাই এবার ভোটে বীরভূমের তৃণমূল নেতার নতুন কোনও তত্ত্ব বাজারে নেই। তবে ভোটের ময়দানে তিনি না থেকেও আজও প্রাসঙ্গিক। কারণ, দিলীপ ঘোষ তো রয়েছেন!

অনুব্রতর “গুড়-বাতাসা”র বদলে এবার দিলীপ ঘোষের পাল্টা দাওয়াই “ছোলা-গুড়”। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন, “আমরা নিজের শক্তি বাড়ানোর জন্য খাই। লোককে দেখানোর জন্য নয়। সকালে এক্সারসাইজ তারপর গুড় ছোলা খেয়ে এবার লেগে পড়বো। সারাদিন রৌদ্রে ঘুরবো।”

ছোলা গুড়, গুড় বাতাসার পাল্টা কী না জিজ্ঞেস করায় দিলীপ ঘোষ বলেন, “পাল্টা তো পাবলিক দিয়েছে। তারা এখন কোথায় দেখে নিন। আমরা জনগণের শক্তি বাড়াতে চাই। জনগণের সংগঠন, জনগণের মনবল বাড়িয়ে এগোতে চাই। তাদের মনবল না বাড়লে সমাজ এগোবে না। তাদের ভয় দেখিয়ে রেখে যা চলছে আমরা তার পরিবর্তন চাই।” এরপর হুশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, “ভোটের পর যাতে ঘর ছাড়তে না হয়, চুপ করে থাক। আমি বলেছিলাম, তোমরা আমাদেরকে গ্রামছাড়া করেছিলে, এবার রাজ্য ছাড়া করে দেবো “

অন্যদিকে, দিলীপ ঘোষকে এদিনও কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। দিলীপের “ছোলা-গুড়” নিয়ে কীর্তির পাল্টা, পাগলে কী না বলে, ছাগলে কী না খায়! তৃণমূল প্রার্থীর কথায়, “উনি (দিলীপ ঘোষ) কারোর পা ভেঙে দেবেন। কারোর অন্য কিছু ভেঙে দেবেন। আমার কাছে পাগলদের জন্য কোনও সময় নেই। পাগলে কী না বলে, ছাগলে কী না খায়!”

বৃহস্পতিবার দুর্গাপুর টাউন হলে ইদের নামাজে শুভেচ্ছা জানাতে আসেন তিনি। এরপর শুভেচ্ছা বিনিময় করেন।এদিন কীর্তি আরও বলেন, “বিজেপির লোকেরা অভদ্র। আমাদের পরিবারে সংস্কার শেখানো হয়েছে। আমরা ওদের মত অভদ্র নই।”




 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version