Sunday, August 24, 2025

কাগুজে বাঘ থেকে বিজেপিকে ইঁদুর বানান: ধূপগুড়ির সভা থেকে বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

বিজেপিকে আপনারাই নেংটি ইঁদুর থেকে বাঘ বানিয়েছেন। ১৯ এপ্রিল ইভিএমের বোতাম টিপে বিজেপিকে কাগুজে বাঘ থেকে ইঁদুর বানান- শুক্রবার ধূপগুড়ির সভা থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) থেকে তোপ দাগেন অভিষেক। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে তুলোধনা করেন অভিষেক। প্রশ্ন তোলেন, জিতে কী করেছেন বিজেপি সাংসদ!

বিজেপির থেকে ধূপগুড়ি বিধানসভা আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এবার জলপাইগুড়ি (Jalpaiguri) লোকসভা আসন জয়ের লক্ষ্য। তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, এই আসনে জিততে না পারলেও তৃণমূল মানুষের পাশে ছিল, কিন্তু বিজেপি হারলে আগামী ২০ বছর বিজেপি বাংলায় পা রাখবে না।

সভার শুরুতেই উত্তরের বিপর্যস্ত মানুষের পাশে থাকার কথা বলে কেন্দ্রকে তুলোধনা করেন অভিষেক। তাঁর অভিযোগ, জলপাইগুলি কেন্দ্রের জন্য এক লাখ টাকারও উন্নয়নের কাজও করেননি বিজেপি সাংস। অভিষেক কথায়, “যাঁরা আপনাদের আশা আকাঙ্খা নিয়ে ছিনিমিনি খেলেছিল, তাঁরা আগামী দিন ক্ষমতায় আসবে না। ক্ষমতায় থেকে যদি ৫ বছরে প্রধানমন্ত্রী একবার আসে, ক্ষমতায় না থাকলে এঁদের ৫ বছরেও বাংলায় পা পড়বে না। আর তৃণমূল কংগ্রেস ২০১৯ না জিতেও আপনার বিপদে তৃণমূলকে পাশে পেয়েছেন।“ তিনি বলেন, এটা প্রতিরোধে, প্রতিশোধের, প্রতিবাদের ভোট।

অভিষেক তথ্য পরিসংখ্যান তুলে ধরে জানান, ২০১৪-র নির্বাচনের আগে বিশ্বের বিভিন্ন সূচকে ভারতের স্থান যা ছিল, গত বছরে তা অনেক নেমে গিয়েছে। ইঁদুর আর সাধুর গল্পের উদাহবরণ দিয়ে তীব্র কটাক্ষ করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আপনারাই এই বিজেপি-কে নেঁটি ইঁদুর থেকে বাঘ বানিয়েছেন। ১৯ তারিখ আপনাদের সুযোগ কাগুজে বাঘকে ইভিএমের বোতাম টিপে ফের নেংটি ইঁদুর করার। এদিনের সভা থেকেও মোদিকে বাংলার জন্য ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে কেন্দ্র কত টাকা আবাস ও ১০০দিনের কাজে দিয়েছে সেই শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক।




spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...