Monday, May 19, 2025

কাগুজে বাঘ থেকে বিজেপিকে ইঁদুর বানান: ধূপগুড়ির সভা থেকে বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

বিজেপিকে আপনারাই নেংটি ইঁদুর থেকে বাঘ বানিয়েছেন। ১৯ এপ্রিল ইভিএমের বোতাম টিপে বিজেপিকে কাগুজে বাঘ থেকে ইঁদুর বানান- শুক্রবার ধূপগুড়ির সভা থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) থেকে তোপ দাগেন অভিষেক। জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে তুলোধনা করেন অভিষেক। প্রশ্ন তোলেন, জিতে কী করেছেন বিজেপি সাংসদ!

বিজেপির থেকে ধূপগুড়ি বিধানসভা আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এবার জলপাইগুড়ি (Jalpaiguri) লোকসভা আসন জয়ের লক্ষ্য। তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, এই আসনে জিততে না পারলেও তৃণমূল মানুষের পাশে ছিল, কিন্তু বিজেপি হারলে আগামী ২০ বছর বিজেপি বাংলায় পা রাখবে না।

সভার শুরুতেই উত্তরের বিপর্যস্ত মানুষের পাশে থাকার কথা বলে কেন্দ্রকে তুলোধনা করেন অভিষেক। তাঁর অভিযোগ, জলপাইগুলি কেন্দ্রের জন্য এক লাখ টাকারও উন্নয়নের কাজও করেননি বিজেপি সাংস। অভিষেক কথায়, “যাঁরা আপনাদের আশা আকাঙ্খা নিয়ে ছিনিমিনি খেলেছিল, তাঁরা আগামী দিন ক্ষমতায় আসবে না। ক্ষমতায় থেকে যদি ৫ বছরে প্রধানমন্ত্রী একবার আসে, ক্ষমতায় না থাকলে এঁদের ৫ বছরেও বাংলায় পা পড়বে না। আর তৃণমূল কংগ্রেস ২০১৯ না জিতেও আপনার বিপদে তৃণমূলকে পাশে পেয়েছেন।“ তিনি বলেন, এটা প্রতিরোধে, প্রতিশোধের, প্রতিবাদের ভোট।

অভিষেক তথ্য পরিসংখ্যান তুলে ধরে জানান, ২০১৪-র নির্বাচনের আগে বিশ্বের বিভিন্ন সূচকে ভারতের স্থান যা ছিল, গত বছরে তা অনেক নেমে গিয়েছে। ইঁদুর আর সাধুর গল্পের উদাহবরণ দিয়ে তীব্র কটাক্ষ করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আপনারাই এই বিজেপি-কে নেঁটি ইঁদুর থেকে বাঘ বানিয়েছেন। ১৯ তারিখ আপনাদের সুযোগ কাগুজে বাঘকে ইভিএমের বোতাম টিপে ফের নেংটি ইঁদুর করার। এদিনের সভা থেকেও মোদিকে বাংলার জন্য ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে কেন্দ্র কত টাকা আবাস ও ১০০দিনের কাজে দিয়েছে সেই শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক।




spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...