১) লিগ শিল্ড জয়ের দিকে আরও একধাপ এগালো মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে হারালো সবুজ-মেরুন। বাগানের হয়ে গোল গুলি করে ভিক্টর ইউস্তে, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, সাদিকু। এই জয়ের ফলে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আন্তোনিও লোপেজ হাবাসের দল।

২) গতবছর আইপিএল-এ শিরোনামে ছিলো বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ঝামেলা। সেই সময় গম্ভীর ছিলো লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর। তবে চলতি বছর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। এবারও নেটিজেনরা মনে করছিল ফের ঝামেলায় জড়াবেন বিরাট-গৌতম। কিন্তু আরসিবি বনাম কেকেআর ম্যাচে তেমন কিছু হয়নি। সব আশায় জল ধেলে দেন বিরাট-গৌতম দুজনেই। আর সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিরাট নিজেই। বললেন, মানুষের এই ঝগড়া নিয়ে আগ্রহ চলে গিয়েছে। কারণ এই গল্পে আর কোনও ‘মশলা’ নেই।


৩) ঘোষিত হয়ে গেল আইএসএল-এর প্লে-অফ এবং ফাইনালের সূচি। প্লে-অফ শুরু হবে ১৯ এপ্রিল থেকে। আর ফাইনাল ৪ মে। এমনটাই জানালো আইএসএলের আয়োজক এফএসডিএল। মে-র প্রথম শনিবার ফাইনাল হলেও তাতে জায়গা পাওয়ার লড়াই শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকে। প্রথমে হবে দু’টি নক আউট ম্যাচ। যেখানে খেলবে লিগ টেবলে তিন নম্বর থেকে ছ’নম্বরে থাকা দলগুলি।

৪) পাঞ্জাব এফসির কাছে ম্যাচ হেরে প্লে-অফের দৌঁড় থেকে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। প্লে-অফে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত কার্লোস কুয়াদ্রাতের দলকে। জেতা তো দূর, ৪-১ গোলে হেরে মাঠ ছাড়ে লাল-হলুদ ব্রিগেড। আর দলের এই পারফরম্যান্সে হতাশ লাল-হলুদ কোচ। ম্যাচ হেরে ক্লান্তিকে দুষলেন কুয়াদ্রাত।


৫) ভয় পান বিরাট কোহলিও! একটি জিনিসকে ভয় পান তিনি। নিজে মুখেই এ কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কোহলির একটি কথোপকথন। তাতেই কোহলি জানিয়েছেন ভয় পাওয়া কথা।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
