Thursday, August 28, 2025

আমজনতার করের টাকায় প্যারিস ভ্রমণ! অডিট রিপোর্ট সামনে আসতেই ‘পর্দা ফাঁস’ IAS আধিকারিকের

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য! ২০১৫ সালে আমজনতার টাকায় প্যারিসে(Paris) বিলাসবহুল সফর গিয়ে বড়সড় বিতর্কে চণ্ডীগড়ের (Chandigarh )৩ আইএএস অফিসার (IAS)! অডিট রিপোর্ট (Audit Report) সামনে আসতেই শুরু শোরগোল। রিপোর্টে চোখ রাখলে দেখা যাচ্ছে ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে সাধারণ মানুষের করের টাকার প্রায় ২৫ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ সামনে আসে। অডিট রিপোর্ট সামনে আসতেই ভোটের মুখে শুরু জোর বিতর্ক।

অভিযুক্ত তিন আইএএসতিন আমলার নাম, বিজয় দেব, অনুরাগ আগরওয়াল, বিক্রমদেব দত্ত। তবে বর্তমানে তিন জনের মধ্যে দুই আইএএস আধিকারিকের বদলি হয়েছে। একজন অবসর নিয়েছেন। বিক্রম এখন বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর ডিরেক্টর জেনারেল। অনুরাগ হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক। সে সময় পাঞ্জাবের গভর্নর কাপ্তান সিং সোলাঙ্কি চণ্ডীগড়ের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত, প্যারিসের বিলাসবহুল হোটেলে রাত্রবাস-সহ দেদার খরচের অভিযোগ সামনে এসেছে।

চণ্ডীগড়ের অডিট জেনারেলের রিপোর্টে স্পষ্ট, ২০১৫ সালে প্যারিসের ফাউন্ডেশন ল কর্বুসিয়ের থেকে আমন্ত্রণ আসে চণ্ডীগড় প্রশাসনের কাছে। স্থাপত্যবিদ ল করবুসিয়েরের ৫০ বছরের জন্মদিন উপলক্ষে সেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু অভিযোগ এই তিন সচিব সাধারণ মানুষের করের টাকায় রীতিমতো প্যারিসে ঘুরে এসেছেন। তাঁদের সাত দিনের সফরের সব খরচ দিয়েছিল চণ্ডীগড় প্রশাসন। অভিযোগ, ওই তিন আমলা কমিটির ছাড়পত্র ছাড়াই সাত দিনের সফরে গিয়েছিলেন। এক এক জন আমলার বিজনেস ক্লাসে যাতায়াতের খরচ পড়েছিল এক লক্ষ ৭৭ হাজার টাকা।

অডিট রিপোর্টে আরও অভিযোগ, প্রথমে ২০১৫ সালের ১২ থেকে ১৮ জুনের জন্য প্যারিসের একটি হোটেল বুক করা হয়েছিল। পরে তা বদলে যায়। যদিও পরে তার জন্য অতিরিক্ত ছ’লক্ষ ৭০ হাজার টাকা দিতে হয়েছিল চণ্ডীগড় প্রশাসনকে। এদিকে সফরের এক মাস পরে তিন আমলা পরস্পরকে অতিরিক্ত খরচের অনুমোদন দিয়ে দেন। বাকি টাকাও পেয়ে যান তিন জনই।

 

Related articles

TMCP-র মেগা সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ প্রসূনের

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখে TMCP-র মেগা ইভেন্টে বাঙালি অস্মিতায় জোর।...

৭ দিনের মধ্যে SSC-কে অযোগ্যদের তালিকা প্রকাশের সুপ্রিম নির্দেশ

শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরুর আগেই আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (School...

RG Kar Case: একবছর পরেও সিবিআই কিচ্ছু করতে পারেনি: অপরাজিত বিলের সমর্থনে গর্জে উঠলেন অভিষেক

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ক্ষুদিরামের বাংলা নাথুরামের হবে না: সমরজিৎ

তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচি। সেখানে বক্তব্য রেখেছেন TMCP নেতা সমরজিত...
Exit mobile version