Friday, August 22, 2025

হঠাৎই প্যারিস অলিম্পিক্সের শেফ দ্য মিশনের পদ থেকে ইস্তাফা দিলেন মেরি কম

Date:

হঠাৎই প্যারিস অলিম্পিক্সের শেফ দ্য মিশনের পদ থেকে ইস্তাফা দিলেন মেরি কম। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সারকে বিশেষ দায়িত্ব দিয়েছিল ভারতীয় অলিম্পিক্স সংস্থা। সেই দায়িত্ব থেকে আচমকাই ইস্তফা দিলেন মেরি। জানা যাচ্ছে, ব্যক্তিগত কারণে অব্যাহতি চেয়েছেন তিনি। আসন্ন অলিম্পিক্সে বক্সার হিসাবে নয়, ভারতীয় কন্টিনজেন্টের শেফ দ্য মিশন হিসাবে দেখা যেত তাঁকে। নিজের ইস্তফা পত্র মেরি পাঠিয়ে দিয়েছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষাকে।

এই নিয়ে মেরি লিখেছেন, ‘‘যে কোনও ভাবে দেশের সেবা করাই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই সুযোগ বিশেষ সম্মান। দায়িত্ব পালন করতে মানসিক ভাবে প্রস্তুত ছিলাম আমরা। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, ব্যক্তিগত সমস্যার কারণে এই দায়িত্ব পালন করতে পারব না। তাই আমি পদত্যাগ করতে চাই। প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাওয়া উচিৎ নয়। আমি সাধারণত এমন করি না। আমার হাতে কোনও বিকল্প নেই। এবারের অলিম্পিক্স নিয়ে আমার অনেক প্রত্যাশা ছিল। আমাদের ক্রীড়াবিদদের নিয়ে অনেক আশা ছিল। খারাপ লাগছে, ওদের সঙ্গে আমি অলিম্পিক্সের সময় থাকে পারব না।”

মেরির সিদ্ধান্ত নিয়ে পিটি ঊষা বলেন, ‘‘লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী মেরিকে আমরা শেফ দ্য মিশনের দায়িত্ব দিয়েছিলাম। তিনি ব্যক্তিগত সমস্যার কারণে ইস্তফা দিয়েছেন। বিষয়টা আমাদের কাছে দুঃখের। তবু আমরা তাঁর এই সিদ্ধান্তকে সম্মান করছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত আমরা পরিবর্ত নাম ঘোষণা করব।” এদিকে কয়েকদিনের মধ্যেই নয়া শেফ দ্য মিশনের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পিটি ঊষা।

আরও পড়ুন- অবেশেষে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ঈশান, কী বললেন তিনি?

Related articles

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...
Exit mobile version