চা প্রেমীদের জন্য সুখবর। এবার হাতের কাছেই চলে এলো আসামের বিখ্যাত গুটাংগা চা । আর আপনাদের হাতে তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে বি এন্ড এ। বৃহস্পতিবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মেট্রো স্টেশনের কাছে পথ চলতি সাধারণ মানুষকে এই চায়ের স্বাদ ও গন্ধ পৌঁছে দিল তারা। যা খেয়ে আপ্লুত মানুষ ।
এ প্রসঙ্গে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সোমনাথ চ্যাটার্জি বলেন, আজকে মানুষের কাছে এই চায়ের স্বাদ এবং গন্ধ আমরা পৌঁছে দিচ্ছি।