Monday, August 25, 2025

উলুবেরিয়ায় কুপিয়ে খুন যুবক! ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক যোগ, তদন্তে পুলিশ

Date:

ভোটের প্রাক্কালে উত্তপ্ত উলুবেড়িয়া। বৃহস্পতিবার রাতে চেঙ্গাইল কলাবাগান এলাকায় এক যুবককে কুপিয়ে খুন করার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম বাপন মান্না (Bapan Manna)। এলাকার অপর দুই যুবক আকাশ জানা ও সাগর জানা (Akash Jana and Sagar Jana) এই ঘটনার সঙ্গে অভিযুক্ত বলে স্থানীয়দের তরফে জানানো হয়েছে। দুজনেই পলাতক, তদন্তে নেমেছে উলুবেরিয়া থানার পুলিশ(Uluberia Police Station)।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইদের রাতে কলাবাগান এলাকায় বাইকে স্টার্ট দেওয়ার সময় অতিরিক্ত শব্দ হওয়ায় মৃতের দাদা ও তাঁদের বন্ধুদের সঙ্গে সঙ্গে বচসা শুরু হয় অভিযুক্তদের। সামান্য কথা কাটাকাটি থেকে শুরু করে বিষয়টি গড়ায় হাতাহাতি পর্যন্ত। প্রাথমিকভাবে স্থানীয়দের মধ্যস্থতায় গোটা বিষয়টা মিটে যায়। এরপর রাত আড়াইটে নাগাদ দাদা বাড়িতে না ফেরায় বাপন তাঁর খোঁজে যান।তখনই আকাশ জানা ও সাগর জানা বাপনের উপর হামলা চালান বলে অভিযোগ। ছুরি দিয়ে কুপিয়ে খুন করার পাশাপাশি একাধিকবার আঘাত করা হয় যাতে মৃত্যু নিশ্চিত করা যায়। তাঁর আর্তনাদে স্থানীয় বাসিন্দারা চলে এলে অভিযুক্তরা পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় বাপনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেজিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কারণে এই ঘটনা তা নিয়ে তদন্তে উলুবেরিয়া থানার পুলিশ।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version