Thursday, November 6, 2025

কাশি পুলিশের বেশ বদল! আইন শৃঙ্খলা নয়, দর্শনার্থী সামলানোই ‘কর্তব্য’

Date:

মন্দিরে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজন নেই, দর্শনার্থীদের সুষ্ঠু দর্শন করানো কর্তব্য পুলিশের। তাই এবার তাঁদের আর পুলিশের পোশাকের প্রয়োজন নেই! যোগিরাজ্যে পুলিশের খাকি উর্দি বদলে পুরোহিতের পোশাক পরিয়ে দেওয়া হল। মঙ্গলবার বারাণসী পুলিশ কমিশনারের (Varanasi Police Commissionerate) তরফে নির্দেশিকা জারি হওয়ার পরই বুধবার পোশাক বদলে গেল কাশি বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath temple) গর্ভগৃহের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের। পুলিশের যুক্তি মন্দিরের দর্শনার্থীরা আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করেন না। তাই দর্শন ভালোভাবে করানোর জন্য কোনও ‘বিশেষ’ আইনে বদলে দেওয়া হল তাঁদের পোশাক।

মঙ্গলবার বারাণসী পুলিশ কমিশনারেটের তরফে নির্দেশিকা জারি করা হয় গর্ভগৃহের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা আর খাকিতে থাকবেন না। কমিশনার মহিত আগরওয়ালের (Mohit Agarwal) দাবি, গর্ভগৃহে একাধিক ধাক্কাধাক্কি বা স্পর্শ করার অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে পুলিশের ধাক্কায় যারা অভিযোগ করতে চলে আসেন, তাঁরা পুরোহিতের ধাক্কা খেলে অভিযোগ করেন না। তাই পুলিশের পোশাক গর্ভগৃহে থাকবেই না। তাতেই পুলিশের দিকে ওঠা অভিযোগের আঙুল বন্ধ করা যাবে বলে যোগি-পুলিশের দাবি।

এই নির্দেশিকার সঙ্গেই কাশি বিশ্বনাথ মন্দিরের ভক্তদের ‘স্পর্শ করা’র (no touch rule) উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে পুলিশের উপর। মন্দিরের ভিতরে বিশেষ প্রয়োজনেও ভক্তদের গায়ে হাত দিতে পারবে না পুলিশ। প্রয়োজনে দড়ির ব্যবহার করা হতে পারেন। বারাণসী কমিশনারের দেওয়া নির্দেশিকার পরেই যোগি পুলিশের উপর তোপ দেগেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর প্রশ্ন পুলিশের কোন ‘ম্যানুয়াল’ (manual) অনুযায়ী পোশাকের এই পরিবর্তন হল? সেই সঙ্গে সন্দেহ প্রকাশ করা হয়, এবার যে কোনও প্রতারক এই পোশাক পরিবর্তনের ফায়দা নিয়ে অপকর্ম করতে পারে।

 

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version