Monday, August 25, 2025

১) রিঙ্কু সিং , ভেঙ্কটেশ আইয়রের পর এবার কালীঘাটে পুজো দিলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। রবিবার ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর । তার আগে পুজো দিলেন কলকাতার মেন্টর। এদিন সেই ছবি পোস্ট করে কেকেআর। গতকাল কালীঘাটে পুজো দিয়েছিলেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়র, বরুণ চক্রবর্তী।

২) বেঙ্গালুরু এফসিকে ৪-০ গোলে হারিয়ে লিগ শিল্ড জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সামনে শুধু মুম্বই সিটি এফসি। লিগের ফাস্ট বয়কে হারাতে পারলেই লিগ শিল্ড পকেটে পুরবে সবুজ-মেরুন। তবে তার আগে সাবধানি মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ কাসকালানা। সোমবারের ম্যাচে আত্মতুষ্টিতে যেতে নারাজ তিনি। সোমবারের ম্যাচে নিজেদের পিছিয়ে রাখছেন বাগানের সহকারী কোচ।

৩) এবার হার্দিক পান্ডিয়ার পাশে দাঁড়ালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স এবং আরসিবি। সেই ম্যাচে ফের দর্শকদের শিকার হন হার্দিক । তখনই হাতজোড় করে হার্দিককে কটাক্ষ করতে না করেন বিরাট।

৪) অবশেষে মুখ খুললেন ঈশান কিষাণ। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পরা নিয়ে ঘরোয়া ক্রিকেটে না খেলা , সব নিয়ে অবশেষে মুখ খুললেন ঈশান। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। ৩৪ বলে ৬৯ রান করেন তিনি। আর তারপরই সব বিতর্ক নিয়ে মুখ খোলেন ঈশান।

৫) হঠাৎই প্যারিস অলিম্পিক্সের শেফ দ্য মিশনের পদ থেকে ইস্তাফা দিলেন মেরি কম। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সারকে বিশেষ দায়িত্ব দিয়েছিল ভারতীয় অলিম্পিক্স সংস্থা। সেই দায়িত্ব থেকে আচমকাই ইস্তফা দিলেন মেরি। জানা যাচ্ছে, ব্যক্তিগত কারণে অব্যাহতি চেয়েছেন তিনি। নিজের ইস্তফা পত্র মেরি পাঠিয়ে দিয়েছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষাকে।

আরও পড়ুন- লখনৌ ম্যাচের আগে এবার কালীঘাটে পুজো দিলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version