Monday, November 10, 2025

প্রথম দফা ভোটে একগুচ্ছ নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের! আজ দিনভর বৈঠক

Date:

আগামী ১৯ এপ্রিল দেশজুড়ে প্রথম দফার ভোট গ্রহণ। এই পর্বে বাংলার তিনটি আসন সহ গোটা দেশে ১০২টি কেন্দ্রে নির্বাচন। প্রথম দফায় এই ১০২টি কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচনের সর্বিক প্রস্তুতি খতিয়ে দেখে একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন।

পর্যবেক্ষকদের উদ্দেশে কমিশনের কড়া নির্দেশ, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সর্বক্ষণ তাদের সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। সেইসঙ্গে কমিশন পর্যবেক্ষকদের জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে বুথে বুথে ইভিএম পৌঁছনোর গোটা প্রক্রিয়ায় তাঁদের সক্রিয় নজরদারি রাখতে হবে। সংশ্লিষ্ট জেলার তরফে স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ হয়ে যাওয়ার পর তা বাস্তব পরিস্থিতির সঙ্গে যাচাই করতে হবে। সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে দ্রুততার সঙ্গে।

এদিক, প্রথম দফা নির্বাচন মিটতেই রাজ্যে আসছে আরও প্রায় ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সম্ভবত ২২ এপ্রিল তারা রাজ্যে আসবে বলে খবর। অন্যদিকে, ভোটের দিন বাহিনীর ব্যবহার নিয়ে ফের কড়া বার্তা দিয়েছে কমিশন। ভোটের দিন কোনওভাবেই বাহিনীকে বসিয়ে রাখা চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন। প্রথম দফা নির্বাচনের আগেই রাজ্যে মজুত থাকবে ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার সঙ্গে আরও প্রায় ২০-২৫ কোম্পানি রাজ্যে চলে এলে দ্বিতীয় দফার আগে রাজ্যে বাহিনীর সংখ্যা দাঁড়াবে ৩০০ কোম্পানি। ফলে দ্বিতীয় দফায় অনেক বেশি সংখ্যক বাহিনী মোতায়েন রেখে ভোট গ্রহণ সম্ভব হবে বলে মনে করছেন কমিশন কর্তারা। অন্যদিকে, প্রথম দফা নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্ব নিয়ে আজ, শনিবার দিনভর বৈঠক হবে বলে জানা গিয়েছে।

 

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version