অন্য রকম পয়লা বৈশাখ, ‘রাজ্য দিবস’ স্বীকৃতির পরে প্রথমবার উৎসবমুখর বাংলা

কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪৪টি ওয়ার্ডে সকাল থেকে শোনা যাবে রবীন্দ্র সঙ্গীত

0
2

পয়লা বৈশাখকে রাজ্য দিবসের স্বীকৃতির পরে প্রথমবার এই দিবস পালিত হতে চলেছে গোটা রাজ্যে। দিনটিকে পালন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের প্রতিটি ব্লকে প্রশাসনিকভাবে পালিত হবে এই দিনটি। একইভাবে শহরাঞ্চলে পুরসভা ও পুরনিগম এলাকার প্রতিটি ওয়ার্ডে রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সব ধরনের সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই দিনটি পালনের পরিকল্পনা রাজ্য সরকারের। রবিবাসরীয় সকালে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে শহরের মানুষকে জেগে ওঠার বার্তা দেবে কলকাতা পুরসভা।

বাংলায় প্রথমবার রাজ্য দিবস পালনে একাধিক বিধিনিষেধ। নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় প্রশাসনিক অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজ্য দিবসে অংশগ্রহণে জারি রয়েছে বিধিনিষেধ। অনুষ্ঠানের আয়োজন করা হলেও সেখান থেকে কোনও উপহার বিতরণ করা যাবে না। প্রথমবারের রাজ্য দিবস পালন হতে চলেছে নির্ভেজাল সংস্কৃতির উদযাপন।

কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪৪টি ওয়ার্ডে সকাল থেকে শোনা যাবে রবীন্দ্র সঙ্গীত। অনেক ওয়ার্ডই নিজেদের মত করে সাংস্কৃতিক চমক দেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। আবার অনেকেই শোভাযাত্রা সহ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করে ফেলেছেন।