Saturday, January 10, 2026

পয়লা বৈশাখে জমজমাট ‘বাংলা দিবস’ উদযাপন! সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত রবীন্দ্রসদন

Date:

Share post:

নববর্ষের আনন্দ সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে রাজ্য সরকারের তরফে ‘বাংলার প্রতিষ্ঠা দিবস’ উদযাপন অনুষ্ঠান। এই প্রথম রাজ্য দিবস পালিত হচ্ছে। রাজ্য সঙ্গীত দিয়েই শুরু হয় অনুষ্ঠান। নির্বাচনী আচরণ বিধি মেনে এদিনের অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commision of India)। সেইমতো মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং রাজনৈতিক নেতাদের বাদ দিয়েই বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়, জয় গোস্বামী, সুরজিত চট্টোপাধ্যায়, বিজয়লক্ষ্মী বর্মণ, সুবোধ সরকার, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, ব্রততী বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচী, শ্রীজাত, জয়তী চক্রবর্তী সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি হোম সেক্রেটারি, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুখ্যসচিব বি পি গোপালিকা (BP Gopalika)এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন শ্রীজাত ও ব্রততী (Srijato & Bratati Bandopadhyay)।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজনে বাংলার প্রতিষ্ঠা দিবসে জমজমাট কলকাতার অন্যতম সাংস্কৃতিক পীঠস্থান রবীন্দ্র সদন- নন্দন চত্বর। নববর্ষের সকাল থেকে কল্লোলিনী কলকাতার বড় রাস্তা থেকে শুরু করে আনাচে কানাচে শোনা গেছে কবিগুরুর গান। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের ১৪৪টি ওয়ার্ডেই এই ব্যবস্থা করা হয় । এদিন বিকেল থেকেই প্রেক্ষাগৃহে ভিড় বাড়তে থাকে। বাংলা দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। তিনি বলেন, প্রত্যেক রাজ্যের নিজস্ব রাজ্য দিবস আছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ বাংলায় এই দিন পালিত হচ্ছে। গত বছর সেপ্টেম্বর মাসে বিধানসভায় বাংলা দিবস পালনের প্রস্তাব পাশ করা হয়। মুখ্যমন্ত্রীর অনুরোধে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। সেই কমিটিই প্রস্তাব দেয়, ১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক। সেইমতো বাংলার সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে নাচে গানে জমজমাট বাংলার প্রতিষ্ঠা দিবস উদযাপন।


 

spot_img

Related articles

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...