Thursday, August 21, 2025

ট্রায়াল রানে IT-র ‘অনধিকার’ বাধা! কমিশনে নালিশের পরে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের

Date:

Share post:

বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টারে তল্লাশির পরে আয়কর বিভাগের আধিকারিকরা ট্রায়াল রানে বাধা দেন। এটা তাঁদের এক্তিয়ারে নেই। সোমবার, তমলুকে দলের সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে থাকা অভিষেকের কপ্টারে আয়কর বিভাগের আধিকারিকরা তল্লাশি চালান। চপারে থাকা প্রতিটি ব্যাগ, সব নথি খুঁটিয়ে দেখেন। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। এই নিয়ে আয়কর দফতরের বিরুদ্ধে কমিশনে নালিশ জানায়ে চিঠি দিয়েছে তৃণমূল। এবার বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটবেন বলেও জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তল্লাশি করা নিয়ে আমার কোনও আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে যে রেড করে যখন কিছু পায়নি, তখন আইটির অফিসারেরা বলেছেন, আমরা ট্রায়াল রান করতে দেব না। এই অধিকারটা ওদের নেই। ফলে তার উপর ভিত্তি করে অভিযোগ জানিয়েছি। আইটি সার্চ করুক। আইটি তো সারা বছর সার্চ করছে। কোনও আপত্তি নেই। ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই তো রোজই সার্চ করছে। কিন্তু সারা হেলিকপ্টার তন্নতন্ন করে খুঁজেছে। সবার ব্যাগ, হেলিকপ্টারের সিট সব খুঁজেছে। যখন কিছু পায়নি, যখন ১০ পয়সাও উদ্ধার হয়নি, তখন বলছে, আমরা উঠতে দেব না। ট্রায়াল রান করতে দেব না।এই অধিকারটা আইটি অফিশিয়ালদের নেই। এই বিষয় নিয়ে কয়েকদিনের মধ্যেই আইনি পদক্ষেপ নেব। “

কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময়ে নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে বাধা দেন আয়কর আধিকারিকরা। এমনকী তাঁদের হুমকি দিয়ে ভিডিও ডিলিট করতে বাধ্য করা হয়ে বলে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমার নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে।“

এনআইএ-র এসপি-র সঙ্গে বিজেপি নেতার দেখা করা বিষয়টি নিয়েও তোপ দাগেন অভিষেক। কটাক্ষ করে বলেন, “এনআইএ-র ডিজি, এসপি-কে সরানোর বদলে আয়কর দফতর তল্পিবাহকের মতো আমার চপারে তল্লাশিতে পাঠিয়েছিল। কিন্তু তাঁরা





spot_img

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...