Saturday, August 23, 2025

স্কুলের ব়্যাঙ্কিং কত হবে ঠিক করে দেবে মিড ডে মিলের সাফল্য! বিশেষ সমীক্ষা

Date:

রাজ্যে মিড ডে মিল প্রকল্পের হাল খতিয়ে দেখতে সোমবার থেকে বিশেষ সমীক্ষা শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় আগামী ২ মে পর্যন্ত এক মাস সময় ধরে রাজ্যের প্রতিটি সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলে সমীক্ষা চালানো হবে। যার ভিত্তিতে মিড ডে মিল প্রকল্পে স্কুলগুলির র‍্যাংকিং নির্ধারণ করা হবে বলে বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলিকেও এর আওতায় আনা হচ্ছে। কর্মসূচির আওতায় বিদ্যালয় শিক্ষা দফতরের একজন করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথ্যসংগ্রহের জন্য স্কুল পরিদর্শন করবেন। তাঁদের সঙ্গে একজন শিক্ষাবন্ধু বা এডুকেশন সুপারভাইজার অথবা প্রতিবেশী কোনও স্কুলের প্রধান শিক্ষক থাকবেন। একই রকম ভাবে সমিতি শিক্ষা আধিকারিকেরা এস এস কে এবং এমএসকে গুলি পরিদর্শন করবেন। এই মূল্যায়ন হবে কতগুলি মানদণ্ডের ভিত্তিতে। তাও নির্ধারণ করে দেওয়া হবে।

জানা গিয়েছে, মূলত মিড-ডে-মিল সংক্রান্ত প্রায় ৩০ টি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে প্রতিটি স্কুল থেকে। যার মধ্যে, অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের পড়ুয়া সংখ্যা থেকে শুরু করে গত মাসে কত মিড-ডে-মিল খাওয়ানো হয়েছে, চালের মান কেমন, খাদ্যসামগ্রী স্বাস্থ্যকরভাবে রাখা হয় কি না, কুক-কাম-হেল্পাররা নিয়মিত ভাতা পান কি না, ওজন মাপার যন্ত্র আছে কি না, রান্নাঘর, ডাইনিং হলের অবস্থা রয়েছে কি না এই রকম একাধিক বিষয় খতিয়ে দেখা হবে৷ এদিকে নববর্ষ উপলক্ষে সোমবার স্কুল গুলির মিড ডে মিলে বিশেষ মেনুর বন্দোবস্ত করা হয়েছিল । কিছু স্কুলে যেমন মেনু হিসাবে খাওয়ানো হয় ফ্রায়েড রাইস, ডিম কারি, আলুর দম, মিষ্টি। আবার জেলার বেশ কিছু স্কুলে নববর্ষের মেনু হিসাবে ছিল পাত পেড়ে মাংস-ভাত।




Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version