Tuesday, November 4, 2025

রাষ্ট্রসংঘে মুখোমুখি ইরান-ইজরায়েল, পিছিয়ে আসার বার্তা মহাসচিবের

Date:

মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের জেরে নিরাপত্তা বিষয়ে জরুরি বৈঠকে রাষ্ট্রসংঘ। ইজরায়েলের উপর ‘আঘাত হানা ছাড়া আর কোনও উপায় ছিল না’ বলে বৈঠকে দাবি করেন ইরানের প্রতিনিধি। এমনকি রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও ইজরায়েল থেকে আমেরিকা-ইংল্যান্ড ইরানের এই হামলা নিন্দা করেছে। রাষ্ট্রসংঘের কাছে ইজরায়েল দাবি জানিয়েছে ইরানের উপর সবরকম বিধিনিষেধ জারি করার।

রাষ্ট্রসংঘের জরুরি নিরাপত্তা বৈঠকে ইজরায়েলের ইউএন অ্যাম্বাসাডর গিলাদ এরদান দাবি করেন, “মুখোশ খুলে গিয়েছে। বিশ্বের একনম্বর আতঙ্কবাদীদের মদতদাতা ইরান নিজেদের আসল রূপ দেখিয়েছে বিশ্বের এই এলাকাকে অশান্ত করে”। এরপরেই তিনি দাবি করেন যেহেতু মুখোশ খুলে গিয়েছে, তাই দস্তানা পরার সময় এসে গিয়েছে। রাষ্ট্রসংঘকে ‘পদক্ষেপ’ নেওয়ার অনুরোধ জানানো হয়।

পাল্টা রাষ্ট্রসংঘে ইরানের প্রতিনিধি আমির সইদ ইরাভানি দাবি করেন রাষ্ট্রসংঘ তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে। তিনি বলেন, “সময় এসেছে নিরাপত্তা পরিষদের নিজের কাঁধে দায়িত্ব নেওয়ার এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত বিঘ্নকারীকে চিহ্নিত করার”। এমনকি ইজরায়েলের উপর হামলা ইরানের নিরাপত্তার স্বার্থে অধিকার বলে দাবি করেন তিনি।

রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুয়েতরেজ যদিও ইরানের সাফাইয়ে কর্ণপাত করেননি। তিনি বলেন, “মধ্যপ্রাচ্য খাদের ধারে দাঁড়িয়ে। ওই এলাকার বাসিন্দারা বাস্তব ধ্বংসাত্মক ও খোলাখুলি সংঘাতের মধ্যে রয়েছেন। এখন সময় হয়েছে বিষয়টিকে আর বাড়তে না দিয়ে পিছিয়ে আসার”। সেক্রেটারি জেনারেল ইজরায়েলের উপর ব্যাপক ইরানীয় হামলা নিন্দা করেন।

এই পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ইরানের নিরাপত্তার যুক্তি সমর্থন করলেও হামলার নিন্দা করা হয়েছে ইংল্যান্ডের পক্ষ থেকেও। অন্যদিকে আমেরিকা সহ গোটা ইউরোপীয়ান কাউন্সিল ইরানকে হামলা থেকে বিরত থাকার পক্ষ রায় দিয়েছে। ইরান ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিত প্রমাদ গুণছে জর্ডন। দেশের কূটনীতিকদের আশঙ্কা এবার হামলা শুরু হতে পারে তাঁদের দেশেও।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version