Sunday, August 24, 2025

মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের জেরে নিরাপত্তা বিষয়ে জরুরি বৈঠকে রাষ্ট্রসংঘ। ইজরায়েলের উপর ‘আঘাত হানা ছাড়া আর কোনও উপায় ছিল না’ বলে বৈঠকে দাবি করেন ইরানের প্রতিনিধি। এমনকি রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও ইজরায়েল থেকে আমেরিকা-ইংল্যান্ড ইরানের এই হামলা নিন্দা করেছে। রাষ্ট্রসংঘের কাছে ইজরায়েল দাবি জানিয়েছে ইরানের উপর সবরকম বিধিনিষেধ জারি করার।

রাষ্ট্রসংঘের জরুরি নিরাপত্তা বৈঠকে ইজরায়েলের ইউএন অ্যাম্বাসাডর গিলাদ এরদান দাবি করেন, “মুখোশ খুলে গিয়েছে। বিশ্বের একনম্বর আতঙ্কবাদীদের মদতদাতা ইরান নিজেদের আসল রূপ দেখিয়েছে বিশ্বের এই এলাকাকে অশান্ত করে”। এরপরেই তিনি দাবি করেন যেহেতু মুখোশ খুলে গিয়েছে, তাই দস্তানা পরার সময় এসে গিয়েছে। রাষ্ট্রসংঘকে ‘পদক্ষেপ’ নেওয়ার অনুরোধ জানানো হয়।

পাল্টা রাষ্ট্রসংঘে ইরানের প্রতিনিধি আমির সইদ ইরাভানি দাবি করেন রাষ্ট্রসংঘ তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে। তিনি বলেন, “সময় এসেছে নিরাপত্তা পরিষদের নিজের কাঁধে দায়িত্ব নেওয়ার এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত বিঘ্নকারীকে চিহ্নিত করার”। এমনকি ইজরায়েলের উপর হামলা ইরানের নিরাপত্তার স্বার্থে অধিকার বলে দাবি করেন তিনি।

রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুয়েতরেজ যদিও ইরানের সাফাইয়ে কর্ণপাত করেননি। তিনি বলেন, “মধ্যপ্রাচ্য খাদের ধারে দাঁড়িয়ে। ওই এলাকার বাসিন্দারা বাস্তব ধ্বংসাত্মক ও খোলাখুলি সংঘাতের মধ্যে রয়েছেন। এখন সময় হয়েছে বিষয়টিকে আর বাড়তে না দিয়ে পিছিয়ে আসার”। সেক্রেটারি জেনারেল ইজরায়েলের উপর ব্যাপক ইরানীয় হামলা নিন্দা করেন।

এই পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। ইরানের নিরাপত্তার যুক্তি সমর্থন করলেও হামলার নিন্দা করা হয়েছে ইংল্যান্ডের পক্ষ থেকেও। অন্যদিকে আমেরিকা সহ গোটা ইউরোপীয়ান কাউন্সিল ইরানকে হামলা থেকে বিরত থাকার পক্ষ রায় দিয়েছে। ইরান ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিত প্রমাদ গুণছে জর্ডন। দেশের কূটনীতিকদের আশঙ্কা এবার হামলা শুরু হতে পারে তাঁদের দেশেও।

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version