Thursday, January 15, 2026

অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী দিল বিজেপি! পুরোনো মুখেই ভরসা পদ্ম শিবিরের

Date:

Share post:

অনেক টালবাহানার পর অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই কেন্দ্রে এবার পদ্ম শিবিরের প্রার্থী পার্টির পুরোনো দিনের নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ডায়মন্ড হারবারে অতি পরিচিত মুখ ববি। অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতের তালুর মত চেনেন। পার্টি কর্মীদের মধ্যেও তাঁর গ্রহণ যোগ্যতা আছে।রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন তিনি। এক সময় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে কাজ করেছেন অভিজিৎ দাস।

 

 

প্রসঙ্গত, রাজ্যের বাকি ৪১টি কেন্দ্রে ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করলেও ডায়মন্ড হারবার কেন্দ্র ঝুলেই ছিল। ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে অনেক নাম উঠে এসেছে বিভিন্ন সময়। তরুণ আইনজীবী নেতা থেকে এক সময় তৃণমূলের ছাত্র পরিষদ করে পরে বিজেপিতে যোগ দেওয়া নেতা, এমনকী এক অভিনেতার নাম নিয়েও জল্পনা হয়েছিল। কিন্তু ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চাইছিলেন না কেউ। যা নিয়ে তৃণমূলের তরফেও একের পর এক কটাক্ষ ছোঁড়া হয়েছে। অবশেষে দলের পুরোনো দিনের সৈনিক অভিজিৎ দাসকেই প্রার্থী করল বিজেপি।

উল্লেখ্য, এর আগেও ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন ববি। কিন্তু শোচনীয় পরাজয় সঙ্গী হয়েছিল তাঁর। ২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। অভিষেক যেখানে ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, ববি সেখানে পেয়েছিলেন দু’লক্ষের সামান্য বেশি ভোট। ২০১৯ সালে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি। তাঁর বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্জন রায়কে। এর পর ২০২৪ সালে আবার ববির উপরেই ভরসা রাখছে বিজেপি। এই কেন্দ্রে বামেদের প্রার্থী ছাত্রনেতা প্রতিকূর রহমান, আইএসএএফ প্রার্থী আইনজীবী মজনু লস্কর।

আরও পড়ুন- দক্ষিণের পারদ ৪২ এর ঘরে, তাপপ্রবাহের পরিস্থিতিতে বিশেষ বৈঠক নবান্নে 

 

spot_img

Related articles

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...

তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার...