Tuesday, December 23, 2025

অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী দিল বিজেপি! পুরোনো মুখেই ভরসা পদ্ম শিবিরের

Date:

Share post:

অনেক টালবাহানার পর অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই কেন্দ্রে এবার পদ্ম শিবিরের প্রার্থী পার্টির পুরোনো দিনের নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ডায়মন্ড হারবারে অতি পরিচিত মুখ ববি। অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতের তালুর মত চেনেন। পার্টি কর্মীদের মধ্যেও তাঁর গ্রহণ যোগ্যতা আছে।রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন তিনি। এক সময় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে কাজ করেছেন অভিজিৎ দাস।

 

 

প্রসঙ্গত, রাজ্যের বাকি ৪১টি কেন্দ্রে ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করলেও ডায়মন্ড হারবার কেন্দ্র ঝুলেই ছিল। ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে অনেক নাম উঠে এসেছে বিভিন্ন সময়। তরুণ আইনজীবী নেতা থেকে এক সময় তৃণমূলের ছাত্র পরিষদ করে পরে বিজেপিতে যোগ দেওয়া নেতা, এমনকী এক অভিনেতার নাম নিয়েও জল্পনা হয়েছিল। কিন্তু ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চাইছিলেন না কেউ। যা নিয়ে তৃণমূলের তরফেও একের পর এক কটাক্ষ ছোঁড়া হয়েছে। অবশেষে দলের পুরোনো দিনের সৈনিক অভিজিৎ দাসকেই প্রার্থী করল বিজেপি।

উল্লেখ্য, এর আগেও ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন ববি। কিন্তু শোচনীয় পরাজয় সঙ্গী হয়েছিল তাঁর। ২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। অভিষেক যেখানে ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, ববি সেখানে পেয়েছিলেন দু’লক্ষের সামান্য বেশি ভোট। ২০১৯ সালে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি। তাঁর বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্জন রায়কে। এর পর ২০২৪ সালে আবার ববির উপরেই ভরসা রাখছে বিজেপি। এই কেন্দ্রে বামেদের প্রার্থী ছাত্রনেতা প্রতিকূর রহমান, আইএসএএফ প্রার্থী আইনজীবী মজনু লস্কর।

আরও পড়ুন- দক্ষিণের পারদ ৪২ এর ঘরে, তাপপ্রবাহের পরিস্থিতিতে বিশেষ বৈঠক নবান্নে 

 

spot_img

Related articles

বড়দিন পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা বাংলায়, পঁচিশে ডিসেম্বরের পর আরও নামবে পারদ!

শীতকালীন উৎসবের মরশুমে কনকনে ঠান্ডার আমেজ উপভোগ করছে গোটা রাজ্য। তবে সকালের দিকের ঘন কুয়াশার (Deep Fog) কারণে...

‘বৃদ্ধ’ হওয়ার আক্ষেপ সলমনের! সোশ্যাল মিডিয়ায় ভাইজান লিখলেন…

'বয়স একটা সংখ্যা মাত্র' - কথাটা সাহিত্যে, কাব্যে বা বক্তৃতায় ভালো লাগলেও বাস্তবে ব্যাপারটা মেনে নেওয়া অতটা সহজ...

বিজেপি রাজ্য রাজস্থানে মহিলাদের স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা! 

মহিলাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজস্থানের (Rajasthan) গাজীপুরের চৌধুরী সম্প্রদায়। যখন গোটা পৃথিবী হাতের মুঠোয় শুধুমাত্র...

সাইবার জালিয়াতির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন পঞ্জাবের প্রাক্তন আইপিএস!

কোটি কোটি টাকা সাইবার জালিয়াতি (Cyber Crime) শিকার পঞ্জাবের প্রাক্তন পুলিশ কর্তা। অবসাদে নিরাপত্তারক্ষীর রাইফেল হাতিয়ে আত্মহত্যা করার...