Tuesday, August 26, 2025

অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী দিল বিজেপি! পুরোনো মুখেই ভরসা পদ্ম শিবিরের

Date:

অনেক টালবাহানার পর অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই কেন্দ্রে এবার পদ্ম শিবিরের প্রার্থী পার্টির পুরোনো দিনের নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ডায়মন্ড হারবারে অতি পরিচিত মুখ ববি। অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতের তালুর মত চেনেন। পার্টি কর্মীদের মধ্যেও তাঁর গ্রহণ যোগ্যতা আছে।রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন তিনি। এক সময় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে কাজ করেছেন অভিজিৎ দাস।

 

 

প্রসঙ্গত, রাজ্যের বাকি ৪১টি কেন্দ্রে ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করলেও ডায়মন্ড হারবার কেন্দ্র ঝুলেই ছিল। ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে অনেক নাম উঠে এসেছে বিভিন্ন সময়। তরুণ আইনজীবী নেতা থেকে এক সময় তৃণমূলের ছাত্র পরিষদ করে পরে বিজেপিতে যোগ দেওয়া নেতা, এমনকী এক অভিনেতার নাম নিয়েও জল্পনা হয়েছিল। কিন্তু ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চাইছিলেন না কেউ। যা নিয়ে তৃণমূলের তরফেও একের পর এক কটাক্ষ ছোঁড়া হয়েছে। অবশেষে দলের পুরোনো দিনের সৈনিক অভিজিৎ দাসকেই প্রার্থী করল বিজেপি।

উল্লেখ্য, এর আগেও ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন ববি। কিন্তু শোচনীয় পরাজয় সঙ্গী হয়েছিল তাঁর। ২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। অভিষেক যেখানে ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, ববি সেখানে পেয়েছিলেন দু’লক্ষের সামান্য বেশি ভোট। ২০১৯ সালে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি। তাঁর বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্জন রায়কে। এর পর ২০২৪ সালে আবার ববির উপরেই ভরসা রাখছে বিজেপি। এই কেন্দ্রে বামেদের প্রার্থী ছাত্রনেতা প্রতিকূর রহমান, আইএসএএফ প্রার্থী আইনজীবী মজনু লস্কর।

আরও পড়ুন- দক্ষিণের পারদ ৪২ এর ঘরে, তাপপ্রবাহের পরিস্থিতিতে বিশেষ বৈঠক নবান্নে 

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version