রাজ্যের নামেই সিলমোহর, মুর্শিদাবাদ রেঞ্জের নতুন DIG সৈয়দ ওয়াকার রাজা

মুর্শিদাবাদ রেঞ্জের নতুন DIG হলেন সৈয়দ ওয়াকার রাজা (Syed Waqar Raja)। তিনি ছিলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম পদে। সোমবারই মুর্শিদাবাদের ডিআইজি পদ থেকে মুকেশ কুমারকে (Mukesh Kumar) সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁকে আইজিপি, IB (II) পদে পাঠানো হয়েছে।

মুকেশ কুমারকে সরিয়ে দেওয়ার পরে পরবর্তী DIG মুর্শিদাবাদ রেঞ্জ পদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশে ৩ আইপিএস আধিকারিকের নাম পাঠায় রাজ্য। তাঁরা হলেন ওয়াকার রাজা, রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং দেবস্মিতা দাস। কমিশন এদিন জানিয়েছে, রাজ্যের দেওয়া নামের তালিকা থেকে সৈয়দকে বেছে নেওয়া হয়েছে। বিকেল ৫টার মধ্যে কমিশনের নির্দেশকে কার্যকর করার কথা বলা হয়েছিল।

মুর্শিদাবাদ ডিআইজিকে সরিয়ে দেওয়ায় কমিশনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কমিশনের বিরুদ্ধে তোপ দেগে সোমবার তিনি বলেন, “রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে। এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়ে যায়, তাহলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।“ আলিপুরদুয়ারে নির্বাচনী জনসভা থেকেই পুলিশ কর্তার অপসারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, “যারা চোর তারা গিয়ে বিজেপিতে যোগ দেয়। আমাদের মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়া হল বিজেপির কথায়।“  এর আগে কলকাতা পুলিশের ডিএসপি তথা বিধায়ক লাভলি মৈত্রের স্বামীর সৌম্য রায়ের অপসারণ নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।