শহরের বুকে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার গার্ডেনরিচ বিএনআর রেল হাসপাতালে (BNR Rail Hospital) আগুন। সূত্রের খবর এদিন সকালে অপারেশন থিয়েটারে আচমকাই আগুন লাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং হাসপাতালের বাকি কর্মচারীদের মধ্যে। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। পাঁচটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। কী ভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে সকাল সাতটা নাগাদ আশঙ্কাই চোখের অপারেশন পক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কর্তব্যরত আরপিএফ জওয়ান রোগীদের দ্রুত অন্য জায়গায় সরিয়ে দেন। ঘটনাস্থলে পৌঁছেছে ওয়েস্ট পোর্ট থানার পুলিশ (West Port Police)।
