কাশ্মীরের ঝিলম নদীতে নৌকা ডুবি, মৃত ৪

মঙ্গলবার সকালে ঝিলম নদীতে নৌকায় চেপেছিলেন বহু যাত্রী। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন পড়ুয়া। নদীতে আচমকাই নৌকাটি উলটে যায়। ডুবে যান যাত্রীরা

কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। ঝিলম নদীতে নৌকাডুবি। মৃত্যু হয়েছে ৪ পড়ুয়ার। নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে কাশ্মীরে। একাধিক এলাকায় চলছে তুষারপাতও। এর জেরে ঝিলম-সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। এবার সেই নদীতেই বিপত্তি।

মঙ্গলবার সকালে ঝিলম নদীতে নৌকায় চেপেছিলেন বহু যাত্রী। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন পড়ুয়া। নদীতে আচমকাই নৌকাটি উলটে যায়। ডুবে যান যাত্রীরা। গান্দওয়াল নৌগাম এলাকার এই ঘটনার খবর দেওয়া হলে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে এসে উদ্ধারকার্য শুরু করে। ঝিলম নদীতে ডুবে যাওয়া ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭ জনকে। তার মধ্যে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও তল্লাশি চলছে ঝিলম নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে। তবে ডুবে যাওয়া নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।