Wednesday, November 12, 2025

গঙ্গার তলা দিয়ে ট্রেন চালিয়ে রেকর্ড আয় মেট্রো কর্তৃপক্ষের!

Date:

এক মাস যেতে না যেতেই দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবায় (India’s First Under water Metro Service) রেকর্ড আয়। গত ১৫ মার্চ থেকে হাওড়া ময়দান -এসপ্ল্যানেড (Howrah Maida to Esplanade) রুটের মেট্রো চলাচল শুরু হয়েছে। এক মাসে ১২ লক্ষ ১৪ হাজার যাত্রী যাতায়াত করেছেন বলে কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা যাচ্ছে। যার ফলে গ্রিনলাইনে বেশ ভাল আয় হয়েছে, জানাচ্ছেন আধিকারিকরা।

গঙ্গার তলা দিয়ে মেট্রোতে যাতায়াত করার অভিজ্ঞতা ছোট থেকে বড় সকলেই অর্জন করতে চেয়েছিলেন। তাই প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় চোখে পড়েছে। হাওড়া স্টেশন থেকে সড়ক পথে ধর্মতলা পৌঁছাতে যে জ্যাম বা সময় লাগতো তার তুলনায় অনেকটাই কম সময় নির্বিঘ্নে আরামদায়ক যাতায়াত হচ্ছে এই মেট্রোতে। সে কারণে শহরতলির মানুষেরা হাওড়া স্টেশনে পৌঁছানো মাত্রই সোজা গ্রিনলাইনের (Green Line Metro) দিকে হাটা দিচ্ছেন। এর সঙ্গে আবার এসপ্ল্যানেডে নেমে সহজেই অন্য রুটের মেট্রো ধরে নেওয়া যাচ্ছে, বাইরে না বেরিয়ে। তাই গরমের দিনে গঙ্গার তলা দিয়ে পাতাল পথে যাতায়াতে আগ্রহ বেড়েছে যাত্রীদের। কলকাতা মেট্রোর তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যে গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত গঙ্গার নিচে মেট্রোয় যাতায়াত করেছেন ১২ লক্ষ ১৪ হাজার মানুষ! একই সময়ে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে যাত্রী সংখ্যা ১ কোটি ৫২ লক্ষ। এর থেকেই পরিষ্কার গন্তব্যে পৌঁছতে সাধারণ যানবাহনের থেকে মেট্রোরেলের ওপর নির্ভরতা বাড়ছে সব বয়সীদের।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version